কোচবিহারের শীতলকুচি তে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চার গ্রামবাসীর মৃত্যু হয়েছিল। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় 300-400 জন ঘিরে ধরায় আত্মরক্ষা করার জন্য কেন্দ্রীয় বাহিনীকে গুলি চালাতে হয়। এদিন নির্বাচন কমিশনের বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে জানান জওয়ানদের উপর আক্রমণ হলে গুলি চলবেই। গুলি চালানোর ঘটনা নিয়ে রাজনীতির ময়দানে যতই জলঘোলা হোক না কেন কমিশন নিজের সিদ্ধান্তে অনড় থাকছে। এই ঘটনা নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে কেন্দ্রীয় বাহিনীর গুলি এবং তাতে 4 গ্রামবাসীর মৃত্যুর ঘটনাটি দুঃখজনক বলে আখ্যা দিয়েছেন। তবে তিনি জানান আত্মরক্ষার জন্য প্রয়োজনে আবারও গুলি চালানো হবে। যদি কেন্দ্রীয় বাহিনীর উপরে আক্রমণ হয় তবে গুলি চালানো হবে। কমিশন সূত্রে খবর শীতলকুচির ঘটনায় সিআইএসএফ এর পক্ষ থেকে অভ্যন্তরীণ তদন্ত শুরু করা হয়েছে। কেন গুলি চালানো হলো কি পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা খতিয়ে দেখা হবে।