Rajib Ghosh–. রাজ্যের মানুষ ছুটির রাজনীতি দেখে বোর হয়ে গিয়েছেন। রাজ্য সরকার নির্বাচনের কারণে ঘোষণা করছেন। দীর্ঘ ৬ থেকে ৮ মাস অফিস-আদালত বন্ধ ছিল। তার পরেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত ছুটি ঘোষণা করছেন কেন? উত্তরবঙ্গ থেকে ফিরে রাজ্যের Chief Minister Mamata Bandyopadhyay কে আক্রমণ করে এই কথা বলেন BJP State President Dilip Ghosh প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের ছুটির তালিকায় আরও বেশকিছু ছুটি সরকারি কর্মচারীদের জন্য বরাদ্দ করেছেন। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে রাজনীতি হোক। তবে সেটা ভালো কাজের জন্য হোক বলে মন্তব্য করেন দিলীপ। বিধানসভার নির্বাচনে ক্ষমতায় প্রত্যাবর্তনের লক্ষ্যেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি ছুটির পরিমাণ বাড়িয়ে দিচ্ছেন। দীর্ঘদিন ধরেই অফিস-আদালত বন্ধ রয়েছে। তারপরও এত ছুটি ঘোষণার বিরোধিতা করেন BJP-র রাজ্য সভাপতি। TMC নেতা মদন মিত্রের বক্তব্য প্রসঙ্গে দিলীপের কটাক্ষ, নাক-কান তিনি আগেই কেটেছেন। এবার হাতের কব্জি কেটে ফেলবেন। এসব কথা বলে কোনো লাভ নেই। দুইবার হেরেছেন এবার তৃতীয়বার হারলে হ্যাটট্রিক হবে তার। নন্দীগ্রামে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল নেত্রী Mamata Bandyopadhyay প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করার পর মদন মিত্র বলেছেন নন্দীগ্রামে যদি মমতা বন্দ্যোপাধ্যায় না জিততে পারেন তাহলে নিজের হাতের কব্জি কেটে ফেলবেন। সেই প্রসঙ্গেই এই কথা জানান Dilip Ghosh রাজ্যের আইন শৃঙ্খলা প্রসঙ্গে দিলীপের বক্তব্য, পুলিশ প্রশাসনকে বিরোধীদের আটকানোর জন্য কাজে লাগানো হচ্ছে। একের পর এক হামলা হচ্ছে। এমনকি তৃণমূলের মধ্যেও খুনোখুনি বেড়ে গিয়েছে। রাজ্যে একটা ভয়ের পরিবেশ তৈরী করা হচ্ছে। ইচ্ছাকৃতভাবে এটা করা হচ্ছে। ভয় দেখিয়ে ভোট নেওয়া, বিরোধীদের আটকে দেওয়ার পরিকল্পনা হচ্ছে। সিউড়িতে আমার সভা ছিল। সেখানে বাধা দেওয়ার চেষ্টা করেছে। তবে কিরকম Treatment করা হয়েছে তাদের, সেটা যেন ভুলে না যায়। পশ্চিমবঙ্গের নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়না। এই অভিযোগ আমরা বার বার করেছি। Election Commission কে BJP সহ অন্যান্য রাজনৈতিক দল শান্তিপূর্ণ নির্বাচনের জন্য বিভিন্ন প্রস্তাব দেবে। এবার তারা করবেন। আশা করি এবারের নির্বাচন শান্তিপূর্ণ হবে। রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মত প্রকাশ করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
Video Link https://youtu.be/eWUZeV-fkt0