প্রথম দফার নির্বাচন শেষ হতেই তৃণমূল নেতা এবং একসময়ের জনসাধারনের কমিটির ছত্রধর মাহাতো কে আটক করল জাতীয় তদন্ত সংস্থা এন আই এ। এদিন ভোর রাতে এনআইএর প্রায় 40 জন আধিকারিক ছত্রধর কে আটক করেন বলে জানা গিয়েছে। ছত্রধরের আইনজীবী বলেন, তার মক্কেলকে এনআইএ বাড়ি থেকে নিয়ে গিয়েছে। তবে যতক্ষণ পর্যন্ত কোর্টে তোলা হচ্ছে ততক্ষণ পরিষ্কারভাবে জানা যাচ্ছে না তিনি আটক হয়েছেন না তাকে গ্রেপ্তার করা হয়েছে। 2009 সালে ঝাড়গ্রামের সিপিএম নেতা প্রবীর মাহাতো খুনের মামলায় ছত্রধর মাহাতোর বিরুদ্ধে এনআইএ তদন্ত করছিল। গোয়েন্দারা তাকে একাধিকবার জেরা করেছেন। তিনি সম্প্রতি হাজিরা দিচ্ছিলেন না বলে এনআইএ সূত্রে জানা গিয়েছে। এর আগে এনআইএ তদন্তকারীরা কলকাতায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডেকে ছিলেন। সেই সময় ছত্রধরের আইনজীবী বলেছেন, মহামারীর সময় লালগড় থেকে কলকাতায় হাজিরা দেওয়া সম্ভব নয়। সেই সময় এনআইএ আদালতে জানায় ছত্রধর কলকাতায় না আসতে পারলে জঙ্গলমহলে গিয়ে তাকে জেরা করতে পারে। আদালত সেই অনুমতি দেয়। তারপরে শিলদার বিএসএফ ক্যাম্পে ছত্রধর কে একাধিকবার জেরা করা হয়। গত বছর জুলাই মাসে ছত্রধর মাহাতো কে তৃণমূলের সাংগঠনিক রদবদলের সময়ে রাজ্য কমিটির সদস্য করা হয়েছিল। তারপর এনআইএ তার বিরুদ্ধে তদন্ত শুরু করে। একটি প্রবীর মাহাতো খুন এবং দ্বিতীয় রাজধানী এক্সপ্রেস কে বন্দি করা। ছত্রধর মাহাতোর বক্তব্য ছিল রাজনৈতিক কারণে কেন্দ্রীয় সরকার তার বিরুদ্ধে এক দশকের পুরনো মামলা নতুন করে চালু করেছে।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.