Rajib Ghosh– আমি নিশ্চিত গুলাম নবিজির আসনে যিনি বসবেন তাকে অনেক বেশি চ্যালেঞ্জ নিতে হবে। গুলাম নবি আজাদ শুধুমাত্র দলীয় আদর্শের প্রতিনিধি ছিলেন না, তিনি ছিলেন দেশের প্রতিনিধি। তিনি দেশ এবং রাজ্যসভা কে সব সময় প্রাধান্য দিতেন। একই কথা বলা যায় শরদ পাওয়ার কে নিয়েও। রাজ্যসভায় এদিন বিদায়ী সাংসদদের উদ্দেশ্যে বক্তৃতায় এই কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্যসভায় বিদায়ী সাংসদদের নিয়ে অধিবেশনের শুরু করেন উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু। তারপরে PM নরেন্দ্র মোদী বক্তৃতা শুরু করেন। গুলাম নবিজির প্রসঙ্গ আনতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবেগাপ্লুত হয়ে পড়েন। তার চোখে জল দেখা যায়। মাঝেমধ্যেই তাকে বক্তৃতা থামাতে হয়েছে। Modi বলেন, সাংসদরা পরিবারের সদস্যের মতো। কেউ যখন সংসদ ছেড়ে চলে যান তখন সেটা কষ্টের হয়। আশা করি আগামী দিনেও গুলাম নবিজির কাছ থেকে পরামর্শ পাব। গুলাম নবিজির উদ্দেশ্যে মোদি বলেন, ওর নিষ্ঠা, পরিশ্রম, দেশের জন্য কিছু করার ইচ্ছা দেশের জন্য জরুরী। এর আগে সংসদের শেষ ভাষণে গুলাম নবি আজাদকেও সরকারপক্ষের প্রশংসা করতে দেখা গিয়েছে। ভারতের সংসদীয় রাজনীতিতে সৌজন্যের নজির দেখা গেছে। কিন্তু এদিন রাজ্যসভার বিদায়ী সাংসদদের নিয়ে বক্তৃতা করতে গিয়ে গুলাম নবি আজাদ সহ অন্যান্যদের প্রসঙ্গ তুলে এনে প্রধানমন্ত্রীর আবেগঘন হয়ে চোখে জল এসে যাওয়াটা অপ্রত্যাশিত।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.