Rajib Ghosh– মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন দেড় কোটি চাকরি দিয়েছি আরও দেড় কোটি দেব। কেউ কি চাকরি পেয়েছেন? উত্তর 24 পরগনার গারুলিয়ায় দলীয় জনসভা থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে প্রশ্ন করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এদিন TMC নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে আক্রমণ করেন Suvendu তার কথায়, রাজ্যে তৃণমূল জমানায় কেউই চাকরি পাননি। কিছু সিভিক ভলেন্টিয়ার পাওয়া যেতে পারে। মাইনে 8 হাজার টাকা। চাকরির এক্সটেনশন হয় 6 মাস পরপর। BJP-তে যোগ দেওয়ার পর থেকে শুভেন্দু অধিকারী TMC সরকারের বিরুদ্ধে প্রত্যেকটি জনসভা থেকে আক্রমণ করছেন। মমতা এবং অভিষেকের বিরুদ্ধে একযোগে আক্রমণ করেন তিনি। রাজ্যে কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি হয়নি বলে অভিযোগ বিজেপির। সেই প্রসঙ্গে রাজ্যের যুবকদের স্থায়ী চাকরিতে নিয়োগের দাবিতে সরব হয়েছেন শুভেন্দু। TMC সরকার স্থায়ী পদ গুলিকে অস্থায়ী চাকরিতে রূপান্তরিত করে যুবকদের জলে ফেলেছে বলে অভিযোগ তার। এই প্রসঙ্গে টেট এবং অন্যান্য নিয়োগ দুর্নীতির প্রসঙ্গ তুলে ধরেন শুভেন্দু। এদিনের জনসভা থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন তারা।