গুরুতর চোট পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হলদিয়াতে মনোনয়ন জমা দেওয়ার পর মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, সেই ভিড়ের মধ্যে কয়েকজন তাকে ধাক্কা মারে। তিনি মুখ থুবড়ে পড়ে যান। পায়ে এবং মাথাতেও চোট পান। ব্যথা শুরু হয় পায়ে। মমতা বন্দ্যোপাধ্যায় গোটা ঘটনায় চক্রান্তের অভিযোগ করেছেন। মুখ্যমন্ত্রীর যখন ধাক্কা লাগে সেই সময় আশেপাশে কোনো পুলিশ ছিল না বলে অভিযোগ। চোট পাওয়ার পর তার যন্ত্রণা বাড়তে থাকে। সেই কারণে তিনি নন্দীগ্রাম ছেড়ে কলকাতায় রওনা হন। হলদিয়ায় মনোনয়ন জমা দিয়ে নন্দীগ্রামে আসেন মমতা। সেখানে গাড়ি নিয়ে একাধিক মন্দির দর্শনে বেরিয়েছিলেন তিনি। রানিচক এর একটি মন্দিরে হরিনাম সংকীর্তন শুনতে যান। সেই সময়ে ভিড়ের মধ্যে তাকে ধাক্কা দেওয়া হয় বলে অভিযোগ করেছেন মমতা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেড ক্যাটাগরির নিরাপত্তা পেয়ে থাকেন। চক্রান্ত করেই তাঁর উপরে হামলা হয়েছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। যে সময় তাকে ধাক্কা মারা হয় তখন আশেপাশে এসপি পুলিশ ছিল না বলে অভিযোগ তার। নন্দীগ্রামে আগের দিন জনসভার পর গতকাল একাধিক মন্দির ও মাজারে যান। এক চায়ের দোকানে গিয়ে চা বানিয়ে সকলকে খাওয়ান। তবে এদিন তার নন্দীগ্রামে থাকার কথা ছিল। কিন্তু তার চোট লাগার কারণে তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা দেন।