বারাসত পৌরসভার ২ নং ওয়ার্ডের আরদেবক এলাকায় কাটমানি ফেরতের দাবীতে বাড়ি ঘেরাও কাউন্সিলরের। সঙ্গে রাস্তা অবরোধ। বেশ কিছুদিন ধরেই ক্ষোভে ফুঁসছিলেন এলাকার মানুষজন। সরকারী প্রকল্পের টাকা আত্মসাৎ, নয়ছয়, কাটমানি নেওয়া, উপভোক্তাদের সঠিক সময়ে পরিষেবা পৌঁছে না দেওয়া সহ একাধিক অভিযোগে করা হয়। বুধবার বারাসত পৌরসভার ২ নং ওয়ার্ডের পৌরপ্রতিনিধি রীনা অধিকারীর বাড়ির সামনে বিক্ষোভ দেখালো স্থানীয় মানুষজন। তাদের দাবি অবিলম্বে কাটমানি ফেরৎ দিতে হবে। এরপর উত্তেজিত জনতা ৩৪ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। যদিও রিনা অধিকারীর বাড়ির সামনে বিক্ষোভ দেখায় তাদের দাবি পঁচিশ থেকে আশি হাজার টাকা নেওয়া হয়েছে । তারপর বারাসাত ও দত্তপুকুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় নেই রীনা দেবী। তাঁর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।