Rajib Ghosh– মাননীয়া গ্রেটার বাংলাদেশ তৈরি করার লক্ষ্যে লড়াই করছেন। নাম না করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় এক পোষ্টে অভিযোগ করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তার বক্তব্য, ইসলামিক রাষ্ট্রের জাতীয় স্লোগান জয় বাংলা। সেই শ্লোগান মাননীয়া ব্যবহার করে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাতে চাইছেন। দিলীপের Social Media-র পোস্ট কে ঘিরে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। নেতাজির জন্ম জয়ন্তীর দিন ভিক্টোরিয়ায় মঞ্চে জয় শ্রীরাম স্লোগান দর্শক আসন থেকে দেওয়ার পরে Mamata Bandyopadhyay ক্ষুব্ধ হয়ে মাইকে প্রতিবাদ জানিয়ে মঞ্চের চেয়ারে গিয়ে বসে পড়েন। সেখানে তিনি বক্তব্য দেননি। কিন্তু প্রতিবাদ জানানোর পরে জয় বাংলা শ্লোগান দেন তিনি। এখন TMC-র এই জয় বাংলা স্লোগান কে ঘিরে BJP রাজনৈতিক আক্রমণ শুরু করেছে। বিজেপির উদ্বাস্তু শাখার রাজ্য আহ্বায়ক মোহিত রায় বলেন, ইসলামিক রাষ্ট্রের জাতীয় স্লোগান জয় বাংলা। TMC-র পক্ষ থেকে এই স্লোগান দেওয়ার পিছনে রয়েছে তোষণের রাজনীতি। পশ্চিমবঙ্গ কে ভারত থেকে আলাদা করতে চাইছেন তারা। প্রসঙ্গত, TMC-র জয় বাংলা স্লোগান কে হাতিয়ার করছে BJP বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের বিরুদ্ধে এই শ্লোগান নিয়ে তারা তোষণের রাজনীতির অভিযোগ আনছে। এই বিষয়ে BJP Spokesperson শমীক ভট্টাচার্য বলেন, জয়বাংলা শেখ মুজিবুর রহমানের স্লোগান। বাংলাদেশে এখনও রাজনৈতিক স্লোগান হিসেবে এটাকে ব্যবহার করা হয়। সেই শ্লোগান এখানে কেন Mamata Bandyopadhyay ব্যবহার করছেন মানুষ সেটা বুঝতে পারছে। BJP-র রাজ্য সভাপতি Dilip Ghosh এই প্রসঙ্গে TMC-র বিরুদ্ধে আরো অভিযোগ করেছেন। সেখানে নেতাজির জন্মদিনের অনুষ্ঠানে ভিক্টোরিয়ায় জয় বাংলা স্লোগান দেওয়া, লোকসভা নির্বাচনের সময় রায়গঞ্জে TMC প্রার্থী কানাইয়ালাল আগরওয়ালের হয়ে বাংলাদেশের সিনেমার নায়ক ফিরদৌস কে প্রচারে নিয়ে আসা এবং তৃণমূলের উদ্যোগে পুজোর উদ্বোধন করার জন্য বাংলাদেশের ক্রিকেটার কে নিয়ে আসার প্রসঙ্গ। লোকসভা নির্বাচনের সময়ে রায়গঞ্জের তৃণমূল প্রার্থীদের হয়ে প্রচার করেন বাংলাদেশের অভিনেতা ফিরদৌস। সেই ঘটনাকে কেন্দ্র করে BJP-র পক্ষ থেকে অভিযোগ করা হয়। দেশের নির্বাচনের প্রচারে অন্য কোনো একটি দেশের অভিনেতাকে নিয়ে এসে প্রচার করানোর বিষয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করে। তারপরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে ফিরদৌসকে কালো তালিকাভুক্ত করা হয়। দিলীপের Social Media-র এই পোস্টের বিষয়ে TMC-র পক্ষ থেকে BJP-র বিরুদ্ধে বক্তব্য জানানো হয়। TMC Spokesperson কুণাল ঘোষ বলেন, পশ্চিমবঙ্গ ভারতের অঙ্গরাজ্য আর বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র। আগে দুই বাংলা একসঙ্গে থাকার কারণে তাদের ভাষা, সাহিত্য, সংস্কৃতির মধ্যে মিল রয়েছে। রাজনৈতিক অভিসন্ধির জন্য বিজেপি এই প্রচার করছে। এদিন দিলীপ ঘোষের সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট থেকে একটা বিষয় স্পষ্ট, রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে জয় বাংলা স্লোগান নিয়ে Mamata-র বিরুদ্ধে রাজনৈতিক লড়াইয়ে BJP-র পক্ষ থেকে আরো বাড়িয়ে তোলা হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।