নদীতে যে অগুনতি লাশ ভেসে বেড়াচ্ছে তার কি কিছুই চোখে পড়ছে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির? প্রশ্ন করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। উত্তরপ্রদেশ বিহারে নদীতে অগুনতি লাশ ভেসে বেড়াচ্ছে। এলাকাবাসীর দাবি তাদের মৃত্যু করোনাতে হয়েছে। এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কে আক্রমণ করেন রাহুল গান্ধী। তিনি টুইটারে লিখেছেন নদীতে অগুনতি লাশ ভেসে বেড়াচ্ছে। হাসপাতলে দীর্ঘ লাইন। জীবন সুরক্ষার অধিকার নেই মানুষের।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোলাপি চশমাটা খুলুন যা দিয়ে শুধু সেন্ট্রাল ভিস্তা ছাড়া আর কিছুই দেখা যায় না। এই সেন্ট্রাল ভিস্তা প্রকল্পে নতুন লোকসভা ভবন তৈরি এবং প্রধানমন্ত্রীর বাসভবন তৈরি করা হচ্ছে। যা নিয়ে সারা দেশজুড়ে প্রতিবাদ শুরু হয়েছে। করোনার কারণে যখন দিল্লিতে কেজরিওয়াল সরকার লকডাউন ঘোষণা করেছে সেই সময়েও এই কাজ বন্ধ করা হয়নি। এই প্রকল্পে কাজের জন্য 20 হাজার কোটি টাকা খরচ করা হচ্ছে। দেশে করোনা এবং গরীব মানুষদের সাহায্য না করে এই টাকা দিয়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের কাজ করা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিন্দা করছেন দেশের মানুষ। কংগ্রেস নেতা রাহুল গান্ধীও সেই বিষয়েই প্রতিবাদ করেছেন।যখন অক্সিজেনের হাহাকার তখন এই প্রকল্প করা নিয়ে কংগ্রেস সহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলো বেশ কিছুদিন ধরেই বিরোধিতা করে আসছে। এদিন টুইটারে সেই বিষয়ে সরব হয়েছেন রাহুল গান্ধী।