বিধানসভা নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের যাতায়াত বাড়ছে। জানা গিয়েছে প্রথম দফার নির্বাচনের আগে চারবার রাজ্যে আসতে চলেছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী। বাংলার ভোটে বিজেপির একমাত্র লক্ষ্য ক্ষমতা দখল করা। কয়েকদিন আগে সংসদীয় বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন বাংলা জয় নিশ্চিত। তাই প্রথম দফার পরেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য কর্মসূচি তৈরি করা হয়েছে। যেখানে কোনো কোনো দিন একটির বেশি সভাও করবেন তিনি। তার মধ্যেই রাজ্যে আসবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি সূত্রের খবর 18 মার্চ পুরুলিয়ায় সভা করবেন। 20 মার্চ খড়্গপুরে যাবেন। 22 শে মার্চ যাবেন বাঁকুড়া। তারপরে 24 শে মার্চ শুভেন্দুর শহর কাঁথিতে যাবেন মোদী। এই কাঁথির সভাতেই শিশির অধিকারী কে দেখা যেতে পারে বলে রাজ্যজুড়ে চর্চা শুরু হয়েছে। বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় এদিন শান্তিকুঞ্জে গিয়ে মধ্যাহ্নভোজ করেন। জানা গিয়েছে সেখানে তিনি শিশির অধিকারী কে ওই সভায় আমন্ত্রণ করতে গিয়েছেন। প্রথম দফার নির্বাচনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা করতে পারেন 1 এপ্রিল মথুরাপুর এবং উলুবেড়িয়া। 3 এপ্রিল আরামবাগ 6 এপ্রিল কোচবিহার ও সোনারপুর 10 এপ্রিল শিলিগুড়ি 12 এপ্রিল কল্যাণী এবং বর্ধমান 14 এপ্রিল বারাসাত এবং কৃষ্ণনগর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 17 এপ্রিল গঙ্গারামপুর এবং 20 এপ্রিল মুর্শিদাবাদে সভা করতে পারেন বলে জানা যাচ্ছে। 22 এপ্রিল আসানসোল এবং মালদহে মোদীর সভা রয়েছে। 23 এপ্রিল দক্ষিণ কলকাতায় আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।