রাজীব ঘোষ– বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হতে শুরু করেছে। রাজ্যের শাসক তৃণমূল এবং বিরোধী বিজেপি একে অপরের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ শাণাতে শুরু করেছে।এর মুখ্য কারণ একুশের বিধানসভা নির্বাচনে নবান্ন দখল করা। শুধুমাত্র রাজনৈতিক কর্মসূচির মধ্যেই সীমাবদ্ধ থাকছে না তাদের আক্রমণ এবং প্রতিআক্রমণ। সেখানে হিংসাত্মক ঘটনা ও লক্ষ্য করা যাচ্ছে। সোমবার কলকাতায় BJP-র মিছিল কে লক্ষ্য করে ইট বৃষ্টি করা হয়। পাল্টা প্রতিরোধ করে BJP তার প্রতিবাদে কলকাতায় মিছিলের আয়োজন করেছে TMC সেই মিছিলের নেতৃত্বে ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায় এবং শোভন দেব চট্টোপাধ্যায়। সেই মিছিল থেকে স্লোগান উঠেছে বঙ্গাল কে গদ্দারো কো গোলি মারো। সেই ঘটনার প্রসঙ্গে বিজেপির State President দিলীপ ঘোষ এদিন বলেন, তৃণমূলের সংস্কৃতি হচ্ছে বোমা গুলির সংস্কৃতি। একসময় বিজেপির একজন নেতা দেশের গদ্দারদের গুলি মারতে বলায় খুব সমালোচনা হয়েছিল। এখানে বলা হয়েছে বাঙাল কো গদ্দার কো গোলি মারো। এরপরই তৃণমূলের উদ্দেশ্যে আক্রমণ করে Dilip বলেন, বাংলার সঙ্গে গদ্দারি করছে তৃণমূল।মানুষের রেশন নিয়ে নিয়েছে, ত্রিপল নিয়ে চলে যাচ্ছে। এই গুলি, বোমের কালচার TMC নিয়ে এসেছে এখানে। প্রসঙ্গত, বিজেপি নেতা অনুরাগ ঠাকুর দেশের গদ্দারদের গুলি মারার নিদান দিয়েছিলেন এক সময়। সেই বক্তব্য নিয়ে সারা দেশজুড়ে সমালোচনা হয়। তৃণমূলের মিছিল থেকে এই ধরনের শ্লোগানের প্রসঙ্গে TMC Spokesperson কুণাল ঘোষ বলেছেন, কথা বলার ছন্দ এটা, প্রচলিত কথায় ব্যবহৃত হয়েছে। এই ঘটনার প্রসঙ্গে তৃণমূলের উদ্দেশ্যে বিজেপি সভাপতি দিলীপ বলেন, পাড়ায় পাড়ায় বোমা-গুলি চলছে। তৃণমূলের সংস্কৃতি এটা। বিধায়ক চেয়ারম্যান মারা গেছে। পশ্চিম বাংলার মানুষ এর থেকে মুক্তি চাইছে।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.