নিজস্ব সংবাদদাতা: ‘গরুর গাড়িতে যেদিন হেড লাইট লাগবে। স্যান্ড গেঞ্জিতে বুক পকেট হবে। সেদিন মমতা প্রধানমন্ত্রী হবেন’। মঙ্গলবার সন্ধেয় দলীয় প্রার্থী জয় সাহার সমর্থনে খড়দার রুইয়া ৫৬ নম্বর বাস স্ট্যান্ডে আয়োজিত সভায় এভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাংলাদেশের ঘটনা নিয়ে মমতার চুপ থাকা নিয়ে তীব্র সুর ছড়ালেন শুভেন্দু। তার কথায়, বাংলাদেশে দুর্গোৎসব শোকের উৎসবে পরিণত হয়েছে। বাংলায় তার প্রতিবাদ হচ্ছে।
এদিনের সভায় হাজির ছিলেন প্রার্থী জয় সাহা, সাংসদ অর্জুন সিং, রুদ্রনীল ঘোষ, সন্ময় বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিন তরুণ ব্রিগেডের প্রার্থী জয় সাহাকে ভোট দেবার আবেদন করলেন সাংসদ অর্জুন সিং। তিনি বললেন, “বাংলাকে সিপিএমকে হটানো হয়েছে। এবার তৃণমূলকে উৎখ্যাত করা হবে। বাংলাকে একমাত্র বাঁচাতে পারে বিজেপি। নইলে বাংলা বাংলাদেশ হয়ে যাবে”।