Rajib Ghosh– কলকাতায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আয়োজিত এক অনুষ্ঠানে বিজেপির উদ্দেশ্যে চ্যালেঞ্জ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেন, একুশে খেলা হবে। আমি হব গোলরক্ষক। দেখবো কারা হারে আর কারা জেতে। জেলে যেতে হলে ডাক দেবো জয় বাংলা। এই অনুষ্ঠানে মমতা আরো বলেন, আমরা হারতে শিখিনি। মাতৃভাষা দিবসে এটাই আমাদের শপথ। আমাদের বাঁচতে হবে লড়তে হবে জিততে হবে। জেলটেল দেখিয়ে ভয় দেখাবেন না। বন্দুকের সঙ্গে লড়াই করে এসেছি। মেরুদন্ড ভাঙ্গা অত সহজ নয়। এই ভাষা আমার অলংকার ভাষার সৌন্দর্য। আমার ভাষা শিখিয়েছে বীরের মতো বাঘের বাচ্চার মত লড়াই করতে। বাংলা ভালোবাসি বলে অন্য ভাষাকে অশ্রদ্ধা নয়। বাকিগুলোকেও শ্রদ্ধা জানাই। বাংলাকে বঙ্গাল বলব কেন? বাংলা আমার মা। বাংলাকে বাংলা বলবো। এর পরেই তিনি রাজ্যের নাম পরিবর্তনের প্রসঙ্গে জানান, আমরা বাংলা রাখতে চেয়েছিলাম।তিনি আরো বলেন, বাংলাকে সুড়সুড়ি দেয়। একবার ভেবে দেখলেন না রাজ্যের সঙ্গে বাংলা শব্দটা জড়িয়ে আছে। বাঙালি কলম চালায় মেধাও চালায়। বাংলাকে যত বঞ্চনা করবেন তত বেশি করে বলবেন জয় বাংলা। এরপরেই কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সরব হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলার প্রতি বিমাতৃসুলভ বঞ্চনা করা হচ্ছে। নেতাজি, শ্যামাপ্রসাদ, রামকৃষ্ণকে রেয়াত করা হয়নি। বাংলা ওটা তো সব থেকে খারাপ। এদিন বাংলা ভাষা নিয়ে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়।