বিজেপির পক্ষ থেকে তৃতীয় এবং চতুর্থ দফার নির্বাচনের জন্য 63 জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। সেই প্রার্থী তালিকায় একাধিক সাংসদকে প্রার্থী করা হয়েছে। বিজেপির সাংসদদের বিধানসভার প্রার্থী করার বিষয়ে বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল কটাক্ষ করে বলেন, এমপিদের দাঁড় করিয়েছে। সব জানি। লোক পাচ্ছে না। গোয়ালে কেউ থাকতে চাইছে না। এদিন লাভপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিজিৎ সিং-এর প্রচারে গিয়ে অনুব্রত মণ্ডল বলেন, ওদের হারাবো। গরুকে যেভাবে পালের মধ্যে ছুটিয়ে নিয়ে যায় সেই ভাবে ছুটিয়ে নিয়ে যাব। এদিন সভা থেকে বিজেপি এবং কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করেন অনুব্রত। তার স্বভাব সিদ্ধ ভঙ্গিতেই বিরোধীদের গরুর পাল এর মত ছুটিয়ে নিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। কিছুদিন আগে লাভপুরে বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জি বলেছিলেন, এখানে খেলা হবেনা ম্যাজিক হবে। সেই প্রসঙ্গে অনুব্রত বলেন, বোকার মত কথা বলেছে। ওর মিটিং-এ লোক হয়না। গুরুত্ব দিতে নারাজ। বিরোধীদের উদ্দেশ্যে তার এই বক্তব্য প্রসঙ্গে কাদের উদ্দেশ্যে বলেছেন সেই বিষয়ে অনুব্রত বলেন বুঝে নিতে হয়। সঙ্গে তিনি জানান খেলা শুরু হয়ে গেল।