বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসে বিরাট ভাঙ্গন। তৃণমূলের তিনজন বিধায়ক এবং একজন প্রার্থী বিজেপিতে যোগদান করলেন। এদিন মালদা জেলা পরিষদ বিজেপির দখলে এসেছে। এই প্রথম রাজ্যের কোনো জেলা পরিষদের দখল নিল বিজেপি। দলীয় কার্যালয়ে যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়, বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, সব্যসাচী দত্ত সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ। এদিন যোগদান পর্ব শুরু হওয়ার প্রথমেই বিশ্ব নারী দিবসে মহিলারা যোগদান করেন। সরলা মুর্মু, সোনালী গুহ এবং অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী বিজেপিতে যোগ দেন। তারপরেই তৃণমূল বিধায়ক জটু লাহিড়ী, সিঙ্গুরের তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য এবং সাকরাইলের তৃণমূল বিধায়ক শীতল সরদার বিজেপিতে যোগদান করেন। মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডলসহ জেলা পরিষদের 14 জন সদস্য বিজেপিতে যোগ দেন। এরফলে 38 আসনের জেলা পরিষদের বিজেপির দখলে 23 টি আসন এল। ব্রিগেডের বিজেপির সমাবেশে তৃণমূল সরকারকে আক্রমণ করে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি রাজ্যে আসল পরিবর্তনের কথা বলেছেন। সোনার বাংলা গড়ার কথা জানান। বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে সামগ্রিক উন্নয়ন করা হবে বলে জানান তিনি। মোদীর ব্রিগেড এর সমাবেশ এর পরেই তৃণমূল কংগ্রেসে বড় ভাঙ্গন দেখা গেল। এর আগে বিজেপির পক্ষ থেকে একাধিকবার বলা হত নির্বাচনী আচরণবিধি চালু হয়ে গেলে তৃণমূলে ভাঙ্গন দেখা যাবে। তবে তৃণমূলের প্রার্থী তালিকায় এদের অনেককেই দলের পক্ষ থেকে টিকিট দেওয়া হয়নি। যদিও দীর্ঘদিন ধরেই তৃণমূল কংগ্রেসে তারা গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন। এর পরেই তাদের ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। তারপরেই তারা এদিন বিজেপিতে যোগদান করেন।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.