নিজস্ব সংবাদদাতা: পূর্ব মেদিনীপুর জেলার খেজুরির বারাতলা গ্রাম, যা নন্দীগ্রাম এলাকার কাছাকাছি অবস্থান করছে, সেই এলাকার এক যুবকের বিরুদ্ধে গত বৃহস্পতিবার এক নাবালিকাকে ধর্ষনের অভিযোগ ওঠে। ঘটনায় জানা যায় মামা বাড়িতে বড় হওয়া ৯ ও ১০ বছরের দুই বোন সেদিন টিউশন পড়ে বাড়ি ফিরছিল। সেই সময় গ্রামের ওই অভিযুক্ত যুবক একজনকে ১০ টাকা ও আরেক বোনকে ২০ টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে তাঁর সাথে যাওয়ার জন্য জোর করে। তবে নাবালিকা দুই বোন বুঝতে না পেরে তাঁর সঙ্গে চলে যায়। ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে ২৭ বছরের যুবক দুই বোনকে জোরপূর্বক টানতে শুরু করে। এমন অবস্থায় ভয় পেয়ে এক বোন দৌড়ে পালিয়ে গেলেও আরেক বোন আটকে পড়ে ওই যুবকের অত্যাচারে। তবে আরেক বোন পালিয়ে গিয়ে তাঁর মামার বাড়িতে সব ঘটনা জানায়। তখন মেয়েটির মামাবাড়ির লোকজন সেই জায়গায় পৌঁছনোর আগে অভিযুক্ত এক বোনকে ধর্ষণ করে পালিয়ে যায় বলে অভিযোগ। জানা যায় বারাতলা গ্রামের এক দিনমজুর অভাবের তাড়নায় তাঁর দুই মেয়েকে তাঁদের মামাবাড়ি রামচকে পড়াশোনার জন্য রেখেছিলেন। এইদিনের ধর্ষনের ঘটনার পর ধর্ষিতার বাবা খেজুরি থানায় অভিযোগ দায়ের করে। অসুস্থ মেয়েকে স্থানীয় জনকা হাসপাতালে ভর্তি করেন গ্রামবাসীরা। সে কারনেই শুক্রবার কাঁথি সাংগঠনিক জেলার সকল বিধানসভার মহিলা মোর্চার পদাধিকারীদের উদ্যোগে খেজুরি বিধানসভায় বিজেপির রাজ্যনেত্রী অগ্নিমিত্রা পাল উপস্থিত হয়ে শিশু ধর্ষণের বিরুদ্ধে আওয়াজ তোলেন।
শিশু ধর্ষনের ঘটনায় অন্যায়ের বিরুদ্ধে আন্দোলনে যোগ দেন তিনি। খেজুরি বিধানসভার বিধায়ক শান্তনু প্রামাণিক সহ বিজেপির সকল কার্যকর্তা উপস্থিত ছিলেন।
এই বিক্ষোভে, এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল বলেন, “এইসব ঘটনার মদদ দিচ্ছে শাসক দল, আমরা আসার আগেই ওই বাড়ির সদস্যদের অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে,পাশাপাশি CBI তদন্তের আরজি জানাবেন” বলে জানান বিজেপি নেত্রী।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.