Rajib Ghosh– রাজ্যে ক্ষমতায় BJP এলে দুটো পুরস্কার দেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায় কে দেওয়া হবে মিথ্যাশ্রী পুরস্কার আর তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় কে দেওয়া হবে তোলাশ্রী পুরস্কার। ঝাড়গ্রামের জনসভা থেকে এই ভাষায় TMC নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে আক্রমণ করলেন BJP নেতা শুভেন্দু অধিকারী। এদিন ঝাড়গ্রামে বিজেপির পক্ষ থেকে জনসভা এবং যোগদান মেলার আয়োজন করা হয়। সেই কর্মসূচিতে শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং জেলাস্তরের সমস্ত নেতৃবৃন্দ। সভামঞ্চে Subhendu বলেন, জেলায় এখন তৃণমূলের মুখ হয়েছে যে দীর্ঘদিন জেলে বন্দি ছিল সেই ব্যক্তি। সরকারি টাকায় তার নিজের বাড়ি তৈরি করে নিয়েছে। নিজের ছেলেদেরকে কাজের বন্দোবস্ত করে দিয়েছে। এক সময় জনসাধারণের কমিটির নেতা হয়ে জেলার প্রত্যন্ত এলাকার মানুষকে জোর করে মিছিলে হাঁটতে বাধ্য করেছেন। তাদের উপরে অত্যাচার করেছেন। এখন সেই জেল ফেরত ব্যক্তি হলো জেলায় তৃণমূলের মুখ। নাম না করে TMC নেতা ছত্রধর মাহাতোর উদ্দেশ্যে আক্রমণ করলেন শুভেন্দু। তিনি আরো বলেন, SC,ST দের জন্য কেন্দ্রীয় সরকারের দেওয়া টাকায় রাজ্য সরকার সাইকেল বিতরণ করছে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় কেন্দ্রীয় সরকার অনুদান দেয়। তার নাম বদল করে রাজ্যে চালানো হচ্ছে। খাদ্য নিরাপত্তা প্রকল্পে কেন্দ্রীয় সরকার যে অনুদান দেয় সেই টাকা দিয়ে রাজ্য সরকার খাদ্য সাথী চালু করেছে। প্রত্যেকটি ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের অনুদান রয়েছে। রাজ্য সরকার নিজের নাম দিয়ে সেগুলো চালিয়ে দিচ্ছে। এর পরেই জয় শ্রীরাম প্রসঙ্গে শুভেন্দু বলেন, জয় শ্রীরাম বললে রেগে যাচ্ছেন মমতা আর তোলাবাজ বললে রেগে যাচ্ছেন তার ভাতুষ্পুত্র। বিধানসভা নির্বাচনে ঝাড়গ্রাম সংলগ্ন প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে BJP প্রার্থীদের হাফ লাখ ভোটে জয়ী করার জন্য আবেদন করেন Subhendu Adhikari পাশাপাশি তিনি জেলা BJP নেতৃত্ব কে জানিয়ে দেন এলাকায় ছোট ছোট করে সভা করুন। প্রত্যেকটি সভায় যোগ দেওয়ার চেষ্টা করব। প্রসঙ্গত, এর আগে পুড়শুড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা থেকে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে তৃণমূল ঘরে ঘরে বলে শ্লোগান দিয়েছেন। সেই প্রসঙ্গে শুভেন্দু বলেন, এতদিন জানতাম TMC চাল চোর, ত্রিপল চোর, করোনার টিকা চোর। এখন দেখছি BJP-র শ্লোগান TMC চুরি করেছে। তৃণমূলের এখন শেষ সময়। খাটে উঠে গিয়েছে। এখন কৃষ্ণ নাম বলে আর কিছু হবে না। শুভেন্দুর কথায়, CM বলেছেন সাঁওতালি ভাষা কে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখনো পর্যন্ত কোনো জায়গায় তা অন্তর্ভুক্ত হয়নি। এরপর সভা মঞ্চ থেকে আদিবাসীদের উন্নয়নের প্রসঙ্গ তুলে ধরেন শুভেন্দু অধিকারী। BJP-তে যোগদান করার পর থেকেই প্রায় প্রতিদিন শুভেন্দু অধিকারী দলীয় কর্মসূচি করছেন। সভা মঞ্চ থেকে TMC-র বিরুদ্ধে আক্রমণ করছেন। যেখানেই শুভেন্দু অধিকারী সভা করছেন তার কয়েক দিনের মধ্যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও সেখানে পাল্টা সভার আয়োজন করা হচ্ছে। যদিও শুভেন্দুর সভায় জনসমাগম লক্ষ্য করা যাচ্ছে। যতই Assembly Election এগিয়ে আসছে ততই রাজ্যের রাজনৈতিক লড়াই আরো তীব্র হচ্ছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.