আমি আশা করি দুই-তিনদিনের মধ্যেই নিজের ফিল্ডে ফিরে যেতে পারব। তবে পায়ের প্রবলেম হয় তো থাকবে। কিন্তু ম্যানেজ করে নেব। মিটিং নষ্ট করবোনা। কিছুদিন আমাকে হয়তো হুইলচেয়ারে করতে হবে। সেটা আপনাদের সহযোগিতা চাই। এক ভিডিও বার্তায় এই কথা বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে গিয়ে তার গুরুতর আহত হওয়া নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছে। এদিন হাসপাতালে শুয়ে এক ভিডিও বার্তায় মুখ্যমন্ত্রী জানান, কয়েকদিনের মধ্যেই তিনি প্রচারে ফিরবেন। দলীয় কর্মীদের শান্ত থাকতে অনুরোধ করেন তিনি। সমর্থকদের উদ্দেশ্যে বলেন, আমি অনুরোধ করবো সবাই শান্ত থাকুন সংযত থাকুন ভালো থাকুন। এমন কিছু করবেন না যাতে সাধারণ মানুষের সমস্যা হয়। তিনি আরো বলেন, গতকাল আমি গাড়ির বনেটের উপরে দাঁড়িয়ে নমস্কার করছিলাম। তখন এমন জোরে চাপ আসে পুরো গাড়িতে চেপে যায় পায়ের ওপর। সেই সময় যা ওষুধ ছিল তা খেয়ে কলকাতার দিকে রওনা হই। তারপর থেকে ডাক্তারদের চিকিৎসাধীন আছি। নন্দীগ্রামে ভোট প্রচারে গিয়ে চলন্ত গাড়ির খোলা দরজা পায়ে চেপে আহত হন তিনি বলে জানা গিয়েছে। তবে এদিন উল্লেখযোগ্যভাবে হামলা বা ষড়যন্ত্রের কথা বলেননি মমতা। তিনি বলেছেন চাপ আসে এবং গাড়ির পায়ের উপর চেপে যায়। এক ভিডিও বার্তায় এই কথা জানান মমতা বন্দ্যোপাধ্যায়।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.