তৃণমূল যুব নেতা বিনয় মিত্রের ভাই বিকাশ মিত্র কে কয়লা কাণ্ডে গ্রেপ্তার করেছে ইডি। তাকে দিল্লির বসন্তবিহার থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে বিনয় মিশ্র এখনো বেপাত্তা রয়েছে। মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার খোঁজ নেই। সিবিআই এবং ইডি দেশের বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে। বিকাশ মিশ্র কে গ্রেপ্তার করে আদালতে পেশ করা হলে বিচারক 6 দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছেন। জানা গিয়েছে তৃণমূলের যুব নেতা বিনয় মিশ্রর ব্যবসার দেখভাল করতেন বিকাশ মিশ্র। গোয়েন্দারা মনে করছেন দুই ভাইয়ের মাধ্যমে টাকা বিভিন্ন প্রভাবশালীদের বিদেশি ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেত। নির্দিষ্ট তথ্য-প্রমাণ আসতেই বিকাশকে গ্রেপ্তার করে ইডি। কয়লা এবং গরু পাচারকান্ডে ইডির পাশাপাশি সিবিআই তৎপর। কিছুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। গোয়েন্দাদের কথায় বিনয় মিশ্র যুব তৃনমূলের নেতা হলেও ডায়মন্ডহারবার পুলিশের দুইজন কনস্টেবলকে তার নিরাপত্তার জন্য নিয়োগ করা হয়েছিল। ডায়মন্ড হারবারের সাংসদ হলেন যুব তৃনমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর ঘনিষ্ঠ এই তৃণমূল নেতাকে সিবিআই, ইডি খুঁজছে।