যেসব প্রবীণ বয়সের কারণে টিকিট পাননি তাদের বিধান পরিষদে স্থান দেবে সরকার। নীতিগতভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। জানান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তৃণমূল কংগ্রেসের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণার পর এই কথা জানান তিনি। এবার আশি বছরের বেশি বয়সীদের টিকিট দেওয়া হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি নন্দীগ্রাম থেকে নির্বাচনে লড়বেন। সেজন্য মন্ত্রী পূর্ণেন্দু বসুকে সংগঠন পরিচালনার দায়িত্ব দিয়েছেন তিনি। এবার ভোটে লড়ছেন না অর্থমন্ত্রী অমিত মিত্র। তার শরীর ভালো নয়। বিধানসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেলে বিধান পরিষদ তৈরি করবে তার সরকার। দেশের বিভিন্ন রাজ্যে বিধান পরিষদ রয়েছে। উত্তর প্রদেশ, অন্ধ্র প্রদেশ, বিহার, মহারাষ্ট্র, কর্ণাটক এবং তেলেঙ্গানায় রয়েছে বিধান পরিষদ। পশ্চিমবঙ্গ 1952 সাল থেকে 1969 সাল পর্যন্ত বিধানসভার উচ্চকক্ষ ছিল। আসন সংখ্যা ছিল 98 তৃণমূলের প্রার্থী তালিকায় এক ঝাঁক তারকা প্রার্থীরা রয়েছেন। সায়নী, রাজ, মনোজ, সায়ন্তিকা, কৌশানি সহ আরো অনেক অভিনেতা-অভিনেত্রীরা এবার তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তেমনি ক্রীড়াজগতের ব্যক্তিত্বরাও রয়েছেন। এদিন মমতা বলেন, খুব গুরুত্বপূর্ণ নির্বাচন। মা মাটি মানুষের প্রতি আস্থা রাখার আর্জি। একমাত্র তৃণমূল কংগ্রেস বাংলা কে এগিয়ে নিয়ে যেতে পারবে। আমফান করোনাভাইরাসে ভালকাজ হয়েছে। দু-এক জায়গায় সমস্যা হয়েছে। আমরা পক্ষপাতহীন শান্তিপূর্ণ ভোট চাই। নির্বাচন প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কঠিন নয়। এটা স্মাইলি ইলেকশন। 2 মের পর সবাই হাসবেন।