কোভিশিল্ডের দুটি টিকার ব্যবধানের সময় 12 থেকে 16 সপ্তাহ করার প্রস্তাব দিয়েছে সরকারের বিশেষজ্ঞ প্যানেল। এর আগে এই দুটি টিকার মধ্যে ব্যবধান ছিল 6 থেকে 8 সপ্তাহ। এই প্রস্তাব কেন্দ্রীয় সরকার গ্রহণ করেছে। বিকেলের দিকে এই প্রস্তাবে সীলমোহর দিয়েছে কেন্দ্র। বিশেষজ্ঞদের প্যানেলের পক্ষ থেকে বলা হয়েছে টিকার কার্যকারিতা বৃদ্ধির জন্য কোভিশিল্ডের দুটো টিকার মধ্যে ব্যবধান 12 থেকে 16 সপ্তাহ করা হয়েছে। এই নিয়ে তৃতীয়বার টিকার দুটি ডোজের ব্যবধান এর সময়সীমা বাড়ানো হলো। একাংশের প্রশ্ন সঠিক পরিমাণে টিকার জোগান না থাকার কারণেই কি টিকার দুটি ডোজের মধ্যে ব্যবধান এর সময়সীমা বৃদ্ধি করা হচ্ছে।