Rajib Ghosh– BJP কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠল TMC-র বিরুদ্ধে। এদিন সকালে হাওড়ায় যখন BJP কর্মীরা রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন TMC-র কর্মীরা তাদের ওপর চড়াও হন। বিজেপি কর্মীদের রাস্তায় ফেলে মারধর করা হয় বলে অভিযোগ। শুক্রবার রাতে হাওড়ার লিলুয়া পাঠক বাড়ির সামনে BJP-র পতাকা লাগানো কে কেন্দ্র করে TMC-র কর্মীদের সঙ্গে বচসা হয়। সেই সময় পুলিশের উপস্থিতিতে সেই ঘটনা তখনকার মত মিটে যায়। কিন্তু এদিন সকালে যখন BJP কর্মীরা যাচ্ছিলেন তখন Youth TMC Leader কৈলাস মিশ্রর নেতৃত্বে একদল দুষ্কৃতী BJP কর্মীদের ওপর হামলা করে বলে অভিযোগ। থানায় যখন বিজেপি কর্মীরা তাদের বিরুদ্ধে অভিযোগ জানাতে যান সেখানে তাদের ওপর চড়াও হন TMC কর্মীরা পুলিশের সামনেই BJP কর্মীদের মারধর করা হতে থাকে। বিজেপি কর্মীদের হুঁশিয়ারি, যদি এই ঘটনায় পুলিশ প্রশাসন পদক্ষেপ গ্রহণ না করে শাসক তৃণমূল যদি এইভাবে বিরোধী BJP কর্মীদের ওপর অত্যাচার করতে থাকে তাহলে আগামী দিনে BJP কর্মীরা আইন হাতে তুলে নিলে Police প্রশাসন দায়ী থাকবে। যদিও TMC-র পক্ষ থেকে বিজেপির অভিযোগ অস্বীকার করা হয়েছে। প্রসঙ্গত, হাওড়ায় তৃণমূল কংগ্রেসের বেশকিছু মন্ত্রী, বিধায়ক ইস্তফা দিয়েছেন। তারপর থেকেই সেখানে তাদের BJP যোগের জল্পনা শুরু হয়েছে। ফলে বিজেপির পক্ষ থেকে সেখানকার সাংগঠনিক কাজ কর্ম করতে গেলে তৃণমূলের কর্মীরা বাধা দিচ্ছেন বলে অভিযোগ বিজেপির। ইতিমধ্যে হাওড়া জেলার মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, লক্ষ্মীরতন শুক্ল ইস্তফা দিয়েছেন। বিধায়ক বৈশালী ডালমিয়া কে দল বহিষ্কার করেছে। ফলে বিধানসভা নির্বাচনের আগে হাওড়া জেলায় রাজনীতিতে TMC-র সাংগঠনিক সমস্যা তৈরি হয়েছে। BJP তাদের সাংগঠনিক প্রভাব বিস্তার করার চেষ্টা করছে।
কে ব্যাকফুটে?BJP কে আক্রমণের অভিযোগ TMC-র বিরুদ্ধে
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.