Rajib Ghosh– কেন্দ্রীয় বাহিনী থাকলেও খেলা হবে জানিয়ে দিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। 25 তারিখের মধ্যে রাজ্যে আসবে 125 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তার মধ্যে থাকছে সিআরপিএফ, সিআইএসএফ,বিএসএফ, এসএসবি এবং আইটিবিপি। এর মধ্যে 5 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বীরভূমে আসছে। নির্বাচনের দিন ঘোষণা হওয়ার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আসছে। সেই প্রসঙ্গে এদিন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল কে প্রশ্ন করা হলে তিনি বলেন, 100 বার খেলা হবে। ঘরেও খেলা হবে। রাস্তাতেও খেলা হবে। প্রত্যেকের বাড়ি বাড়ি খেলা হবে। এরপরই তিনি বলেন, কাল কেন আজ রাতেই কেন্দ্রীয় বাহিনী ঢুকলে অসুবিধে কোথায়? এর আগেও কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন হয়েছে। এদিন রামপুরহাটে তৃণমূলের মহিলা সম্মেলনে যোগ দেন অনুব্রত মণ্ডল। সেখানে তিনি বিজেপির উদ্দেশ্যে বলেন, রামপুরহাটে কয়েকদিন আগে জে পি নাড্ডা এসেছিল। মা তারার পুজো দিল। মা তারা কি বললো বলতো? বলল দেশের ক্ষতি করছে। গুজরাটের সোমনাথ মন্দিরে মহাদেব আছে। সেখান থেকে মহাদেব মাতারা কে বললো আমরা ভুল করেছি তুই করিস না। আশীর্বাদ দিসনা। বাংলা ভালো চলছে। এভাবেই বিজেপিকে আক্রমণ করেন অনুব্রত।