নিজস্ব সংবাদদাতা: ষ্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে রাজনীতি করা হয়েছে। এর মধ্যে কোন পরিকল্পনা ছিল না। রাজ্য সরকারের প্রকল্পের বিরুদ্ধে এমনই ক্ষোভ উগড়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর কথায়, “বাজেটে কোন টাকা এরজন্য নেই।
চারদিক থেকে ফোন আসছে। কেউ পাচ্ছে না। বাড়ি বা অন্য কিছু মর্গেজ রাখতে বলছে ব্যাঙ্ক। এটা ধোকাবাজি হচ্ছে। ঠিক এই ভাবে স্বাস্থ্যসাথী মানুষকে বোকা বানাচ্ছে”।
এদিন ইডি রেড প্রসঙ্গে দিলীপ বাবু বলেন, “সিবিআই, ইডি রাস্তায় নেমেছে। তাই ভয় পাচ্ছে তৃনমূল। অনেকে বাড়ি থেকে পালাচ্ছে। ওনার নেত্রী তো একসময় বারবার সিবিআই চাইতেন। এখন তো তাকেই বলছেন বিজেপির ষড়যন্ত্র। আর কুনাল চামচাগিড়ি করতে হলে করুন। পুলিস ভালো এখন বলছেন, আর ওনাকে যখন পুলিস হাজতে নিয়ে যেতো তখন কি করত, তা কুনাল জানে।
এখন উল্টো কথা বললে কি হবে।
তিনি তো কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। তখন সব সুবিধা নিতেন। এখন মুখ্যমন্ত্রী হয়ে কেন্দ্রীয় সব কিছু ভাঙ্গতে চাইছেন।
আমার মনে হয়, কোর্ট যা বলেছেন, তা মেনে চলবেন রাজ্যের সরকার। সিট তাড়াতাড়ি ঠিক ভাবে কাজ করবে”।
মলয় ঘটক প্রসঙ্গে এদিন দিলীপ ঘোষ বলেন, “আরও চিঠি আসবে মনে হয়। অনেক অপরাধ প্রকাশ পাবে। ছেড়ে দেওয়া হবে না কাউকে”।
Hi,this is really very nice post.
Thank you so much for sharing this
wonderful post. Keep posting such valuable contents.
I really appreciate this post
I like this very much.
continue posting an article having useful information.
I am happy with your article,
nice