Rajib Ghosh– মাতৃভাষা দিবসে রাজ্যের জনগণের উদ্দেশ্যে বলবো আপনারা এই রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়, অজয় মুখোপাধ্যায়, সিদ্ধার্থ শংকর রায়, জ্যোতি বসুর মত মানুষকে দেখেছেন। এই রাজ্যে যিনি মুখ্যমন্ত্রী তিনি কীভাবে প্রত্যেকটি ভাষাকে বিকৃত এবং অপমান করছেন তা আপনারা দেখেছেন। দলীয় জনসভা থেকে এই ভাবে আক্রমণ করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ভাষা দিবসে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে আক্রমণ করে তিনি এই কথা বলেন। এই প্রসঙ্গে শুভেন্দু আরো বলেন, হিন্দির বারোটা বাজিয়ে দিয়েছেন। ইংরেজিতে তিনি তো গভর্নমেন্টকে গর্মেন্ট বলেন। আর বাংলায় অঙ্কা বঙ্কা চাড্ডা নাড্ডা নাদুস নুদুস ফাটুস ফুটুস কী পরিস্থিতি। এরপর সভায় উপস্থিত মানুষের উদ্দেশ্যে বলেন, এরপরেও কি তাকে রাখবেন আপনারা? কি চান 5 টাকার ডিম ভাত নাকি চাকরি? বেলা 12 টার আগে ডিম ভাত বিকেলবেলা চপ মুড়ি আর সন্ধ্যেবেলা 20 টাকার পাউচ। এর আগেও একাধিক জনসভায় শুভেন্দু অধিকারী পাড়ার দোকানে 20 টাকার মদের পাউচ পাওয়া যায় বলে অভিযোগ করেছেন। রাজ্যের যুবক-যুবতীদের চাকরি না দিতে পারার প্রসঙ্গ তুলে বক্তব্য রেখেছেন। অভিষেকের বাড়িতে সিবিআই এর নোটিশ দেওয়ার প্রসঙ্গে শুভেন্দু বলেন, আইন অনুযায়ী বিচার হবে। শাস্তি পেতে হবে। এরপরে সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। 2014 সালে তিনি যখন আসানসোল কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন সেই সময়ে রাজনৈতিক কর্মসূচী করা যেত না বলেও অভিযোগ করেন তিনি। বেআইনি কয়লা পাচারসহ একাধিক অবৈধ ব্যবসা প্রসঙ্গে তিনি আক্রমণ করেন। এদিন বাবুল সুপ্রিয় শ্লোগান দিয়ে বলেন কৃষ্ণ কৃষ্ণ হরে হরে ভাইপো যাবে শ্রীঘরে। এদিন আসানসোলের দলীয় জনসভা থেকে তৃণমূল কংগ্রেসকে একযোগে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী এবং বাবুল সুপ্রিয়।