ব্রিগেডে বিজেপির সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন, বাংলার ভূমির সন্তানরা এক বিধান এক প্রতীক এক প্রধানের জন্য নিজেদের জীবন বলিদান দিয়েছেন। ব্রিগেডের একদিকে স্বামী বিবেকানন্দের জন্মস্থান অন্যদিকে নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ি আছে। একদিকে অবনীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান অন্যদিকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এর জন্মস্থান। এরপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার মেয়ে মমতার স্লোগানের পাল্টা হিসেবে বাংলার ছেলে মিঠুন চক্রবর্তী আছেন বলে জানান। তার কথায় লোকনাথ বাবার প্রসঙ্গ টানলেন। এদিনের সমাবেশ থেকে বাংলা ভাষায় মেডিকেল ইঞ্জিনিয়ারিং পড়ানোর কথা জানান মোদী। গরিবের সন্তানেরা ইংরেজি জানে না তাই ডাক্তার ইঞ্জিনিয়ার হবে না এরকম হবে না। তারাও ডাক্তার ইঞ্জিনিয়ার হবেন। তারপরেই বাম ও কংগ্রেসের জোট এর প্রসঙ্গে মোদীর মন্তব্য, বামপন্থীরা আগে শ্লোগান দিত কালো হাত ভেঙ্গে দাও গুড়িয়ে দাও। তারা সেই ভাবেই ক্ষমতায় এসেছিল। এখন কালো হাতের কি হলো? কালো হাত কিভাবে ফর্সা হয়ে গেল? বিধানসভা নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশ হওয়ার পর বাংলায় বিজেপির রাজনৈতিক কর্মসূচিকে আরো জোরদার করার জন্য এদিন ব্রিগেডের সমাবেশ থেকে বার্তা দিলেন নরেন্দ্র মোদী। সেখানে তিনি এদিন বহিরাগত তত্ত্ব নিয়ে বলেন, বামেদের উৎপত্তি কিভাবে হয়েছে। কংগ্রেসের কে প্রতিষ্ঠাতা সেটা জানেন। বিজেপি তৈরীর মূলে বিজেপি রয়েছে। বিজেপির ডিএনএতে বাংলার যোগ আছে। বিজেপি সেই দল যে দল বাংলার ঋণী। এদিনের সভা থেকে রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ পশ্চিমাঞ্চল জঙ্গলমহল সমস্ত জায়গাতেই সমান ভাবে নজর দেওয়া হবে বলে জানান মোদী। এদিন ব্রিগেডের সভা মঞ্চে বক্তব্য শুরু করলেন ভারত মাতা কি জয় বন্দেমাতরম স্লোগান দিয়ে। ব্রিগেডের জনসভা থেকে বাংলায় আসল পরিবর্তনের কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Sign in
                            Welcome! Log into your account
                            
                            
                            
                            Forgot your password? Get help
                            
                            
                            
                            
                        Password recovery
                            Recover your password
                            
                            
                            A password will be e-mailed to you.
                         
			










