সারাদেশে বাংলার সংস্কৃতি নিয়ে চর্চা হয়। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কে মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষায় আক্রমণ করেছেন বাংলার সংস্কৃতিকে এই সরকার কোথায় নামিয়েছে সেটা দেখিয়ে দিচ্ছে। বাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতিকে পুনরুদ্ধার করতে হবে। দলীয় সভায় এই কথা বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। বুধবার রাতে তিনি কলকাতায় আসেন। এদিন সকালে হেস্টিংসে রাজ্য বিজেপির নির্বাচনী কার্যালয়ে যান। তারপরে নৈহাটির কাঁঠালপাড়ায় সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি এবং সংগ্রহশালায় যান। সেখানে পূর্ব নির্ধারিত কর্মসূচি সেরে ব্যারাকপুরের আনন্দপুরী এলাকার একটি কালীমন্দিরে পুজো দিয়ে শুরু করেন জনসভা। এই জনসভায় নাড্ডা আরো বলেন, বাংলার মানুষ উত্তর দিচ্ছে চাল চোর ত্রিপল চোর কে। এদের বিরুদ্ধে টিকা লাগবে। সেই ব্যবস্থা আমরা করব। নিজেকে বাংলার মা বলেন। কিন্তু বাংলার মা মেয়েদের কি অবস্থা? বাংলার মহিলারা সবথেকে বেশি গার্হস্থ্য হিংসার শিকার হন। রাজ্যে কাটমানি তোলাবাজির বিরুদ্ধে টিকা লাগবে। সেই ব্যবস্থা আমরা করব। বাংলার মানুষ টিকা দেবেন। ভারতের সঙ্গে বাংলার ভাগ্য বদলানোর চেষ্টা করেছেন মোদি। ইস্ট-ওয়েস্ট মেট্রোর জন্য টাকা দিয়েছেন। রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে কেন্দ্রীয় সরকারের প্রকল্পের সুবিধা পাবে রাজ্যবাসী। মমতার বঞ্চনা থেকে মুক্তি পাবেন।