Rajib Ghosh– সোনার বাংলা গড়ার জন্য বাংলার জনতা পরামর্শ দেবে। রাজ্যে বিজেপির কর্মীরা সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে যাবেন। বাংলায় 30 হাজার সাজেশন বক্স রাখা হবে। আমরা দুই কোটি মানুষের কাছ থেকে পরামর্শ নেব। জানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। এদিন তিনি সোনারবাংলা ক্যাম্পেনের সূচনা করতে গিয়ে এই কথা বলেন। জে পি নাড্ডা আরো বলেন,সুসজ্জিত ট‍্যাবলো 294 বিধানসভা কেন্দ্রে ঘুরবে। সেখানে মিসড কল নম্বর থাকবে। ডিজিটালি পরামর্শ সেখান থেকে দেওয়া যাবে। সোনার বাংলা ক্যাম্পেন 3 মার্চ থেকে 20 মার্চ পর্যন্ত চলবে। বাংলায় আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসল পরিবর্তনের কথা বলেছেন। সবার আগে একটাই লক্ষ্য বাংলাকে সিন্ডিকেট মুক্ত করতে হবে। কাটমানির সংস্কৃতি বন্ধ করতে হবে। রাজ্যজুড়ে বিনিয়োগ ফিরিয়ে আনতে হবে। সোনার বাংলা গড়ার লক্ষ্যে বাংলার সংস্কৃতি ইতিহাস নতুন করে তুলে ধরার কথা জানান তিনি। এদিন রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমণ করে তিনি বলেন, রাজ্য সরকারের কাছে ডেঙ্গির রিপোর্ট বারবার চাওয়া হলেও তা দেওয়া হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় ডাক্তারদের হুমকি দিয়েছিলেন কোনো রিপোর্ট দেওয়া যাবে না। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের টিম ডেঙ্গির রিপোর্ট পাওয়ার জন্য রাজ্যে পাঠিয়েছিলাম। করোনার সময় সেই টিম পাঠানো হয়েছিল। সেই টিমকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বন্দি করে রেখেছিল। বাংলার মানুষের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলেছে তৃণমূল সরকার। কেন্দ্রকে ডেঙ্গি করোনা নিয়ে রিপোর্ট দেয়নি রাজ্য সরকার। এদিন রাজ্যের স্বাস্থ্যব্যবস্থা নিয়ে এই অভিযোগ করলেন জে পি নাড্ডা। বিধানসভা নির্বাচনের আগে তার এই অভিযোগ বিজেপিকে রাজনৈতিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে রাজ্য রাজনীতির ময়দান ততই উত্তপ্ত হয়ে উঠছে। বিজেপির শীর্ষ নেতৃত্ব তৃণমূল সরকারের বিরুদ্ধে কাটমানি সিন্ডিকেট নিয়ে একাধিকবার অভিযোগ করেছেন। এদিন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে অভিযোগ করলেন।