নির্বাচন কমিশন বিজেপির কথায় চলছে এই দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বোলপুরের গীতাঞ্জলি অডিটোরিয়াম থেকে সাংবাদিক সম্মেলন করে বেশ কিছু কাগজ দেখান। মমতার দাবি সেগুলো উপ মুখ্য নির্বাচন কমিশনার সুদীপ জৈন বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে এবং এই রাজ্যের ডিএম এসপিদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তার চ্যাটের প্রিন্ট আউট। ওই গ্রুপে কথোপকথনের সময় তৃণমূল কর্মীদের ট্রাবল মঙ্গার বলা হয়েছে। যারা অশান্তি এবং গন্ডগোল পাকায়। তৃণমূল কর্মীদের টিএমসি গুনস বলা হয়েছে। তাদের ভোটের আগের রাতে তুলে নেওয়া হচ্ছে। যাতে তারা এলাকায় ভোট না করতে পারেন। বুদবুদ উত্তর দমদম মঙ্গলকোট সহ বিভিন্ন জায়গায় ভোটের দিন এই ঘটনা ঘটানো হয়েছে। আগের দিন রাতে তুলে নিয়ে গিয়ে ভোটের দিন বিকেল পর্যন্ত থানায় আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান তিনি এগুলি সরকারি সূত্রে পাননি। তাকে কোনো সাংবাদিক এগুলি দিয়েছেন। মমতা বলেন, এখানে কিছু ডিএম এসপিরা তাবেদারী করছে। যাদের তাবেদারী করা উচিত নয়। আমি স্পষ্ট বলতে চাই কোন নির্দেশ একই কাজ চলছে। সব খবর আমার কাছে আছে। এমন করছে যেন বিজেপি ক্ষমতায় এসে গেছে। বিজেপি নির্বাচন কমিশনের কথা শুনে চলছে। শুধু বিজেপিকে বাংলা দখল করানোর জন্য কমিশন এখানে এত দফায় ভোট করালো। মমতা আরো বলেন, ভোটের পরে এই তথ্য নিয়ে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চে যাবেন। ভোট নিরপেক্ষ হওয়া প্রয়োজন। এদিন বীরভূম থেকে এই বিস্ফোরক অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।