Rajib Ghosh – বিজেপিকে জিজ্ঞাসা করুন আপনাদের দলে মহিলারা সুরক্ষিত? হাথরসে একটি মেয়েকে ধর্ষণ করে মারলো। অন্য একটি ধর্ষণের ঘটনায় মেয়েটি আদালতে গেল। ফিরে যাওয়ার সময় গুন্ডারা থাকে তাড়া করেছে। আগুন জ্বালিয়ে দিয়েছে। মেয়েটি মারা গেল। বাবা প্রতিবাদ করলো। তাকে মেরে ফেলা হল। বললেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে মনোনয়নপত্র দাখিল করার পরে ফের পূর্ব মেদিনীপুর সফরে গিয়েছেন তিনি। রাজ্যের বিধানসভা নির্বাচনে এবার সবথেকে গুরুত্বপূর্ণ কেন্দ্র নন্দীগ্রাম। এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করছেন বিজেপির শুভেন্দু অধিকারী। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুর সফরে গিয়েছেন। সেখানে এগরা পটাশপুর এবং মেচেদায় তার সভা রয়েছে। দলীয় সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপির মত পার্টি ভোট আসলেই বলে হরি হরি আর পেছনে ডাকাতি করে। বাংলা ওদের জায়গা নয়। ভোটের আগে গুন্ডাদের দিয়ে ভয় দেখাবে। ভোটবাক্স পাহারা দিয়ে রাখতে হবে। আবার ভোটে জিতে আপনাদের কাছে আসবো। বিজেপিকে মাঠের বাইরে বের করে দেবেন তো? ওদের এক ইঞ্চি জমিও ছাড়ব না। খেলা হবে। বিজেপি দাঙ্গা করে। রেল বিএসএনএল এলআইসি বিক্রি করে দিচ্ছে। মোদীর সরকার একটা অপদার্থ দাঙ্গাবাজ সরকার। আর একটা ভোট নয়। আগেও সিপিএম মেরেছে। পায়ে মেরে চোট করে দিল। বাংলাকে বাঁচাতে হবে। সিপিএম কে ভোট দেওয়া মানে হার্মাদদের ভোট দেওয়া বলেন মমতা। এরপরে তিনি বলেন, যদি আমায় চান তাহলে কে প্রার্থী তা দেখবেন না। আমি থাকলে সব পাবেন। মেচেদায় দলীয় জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, গ্রামের ছেলেরা যেমন কবাডি খেলে সেরকমই কবাডির প্যাঁচে বিজেপিকে কাত করে দিন। বাংলার ঐতিহ্য কফি হাউস। সেখানে গিয়ে ঐতিহ্য নষ্ট করছে। কফি হাউসের গুন্ডামি করছে। এদিন সভা থেকে শুভেন্দু অধিকারীর নাম না করে মমতা বলেন ওরা গদ্দার ছিল গদ্দারী করেছে। তলে তলে বিজেপির সঙ্গে যোগাযোগ রেখেছে। বুঝতে পারিনি। এদিন দলীয় জনসভা থেকে বিজেপিকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।