নিজস্ব সংবাদদাতা: আগাম ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার সকাল আটটা থেকে বীরভূমের কঙ্কালীতলায় শুরু হয় তৃণমূল আয়োজিত মহাযজ্ঞ। এই মহাযজ্ঞে এদিন দুপুর বারোটা নাগাদ হাজির হন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি এখানে এসেই প্রথমে কঙ্কালী মায়ের কাছে অঞ্জলি দেন এবং অঞ্জলি দেওয়ার পরেই যজ্ঞস্থলে পৌঁছে যান। মহাযজ্ঞের এই কান্ডারী অনুব্রত মণ্ডল নিজের হাতেই আহুতি দেন এদিন।
তবে কি কারণে এই মহা যজ্ঞের আয়োজন করা হয়েছে তা এখনো পর্যন্ত খোলসা করেননি অনুব্রত মণ্ডল অথবা অন্যান্যরা। অনুব্রত মণ্ডল জানিয়েছেন, “মায়ের কাছে যা চেয়েছি তাই পেয়েছি। সেই কারনেই এই মহাযজ্ঞ”।
প্রসঙ্গত এই মহাযজ্ঞে ছিল ১৬৫ কেজি কাঠ, ৫টিন ঘি এবং ১১ জন পুরোহিত।