প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো কংগ্রেস মুক্ত ভারত এর কথা বলেন। কই তৃণমূল মুক্ত করার কথা বলেন না তো। এই কথা বললেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এদিন গোয়ালপোখর ও মাটিগাড়া নকশালবাড়িতে সভা করেন রাহুল গান্ধী। সেই সভা থেকে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে আক্রমণ করেন তিনি। রাহুল গান্ধী বলেন, একদিকে মমতাজির সরকার 10 বছর ধরে বাংলার বরবাদ করেছে আর মোদি সরকার দেশের বারোটা বাজিয়ে দিয়েছে। বিজেপির উদ্দেশ্য নিজেদের মধ্যে মানুষকে লড়িয়ে দেওয়া। যাতে কেউ প্রশ্ন করতে না পারে। বলেছিল বছরে 2 কোটি বেকারের চাকরি দেবে দিয়েছে? দেশের অর্থনীতিকে সর্বনাশের দোরগোড়ায় দাঁড় করিয়ে দিয়েছে। বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের আদর্শের লড়াই। নরেন্দ্র মোদী ভালো মত জানেন রাহুল গান্ধী তাকে ভয় পায়না। রাজ্যে পঞ্চম দফার নির্বাচনের আগে রাহুল গান্ধী এসে গোয়ালপোখরের সভায় বললেন বাংলাকে বাঁচাতে এসেছি। রাজ্যে বিজেপি বিভেদের রাজনীতি আমদানি করেছে বলে অভিযোগ করেন তিনি।