নিজস্ব সংবাদদাতা: ইন্দিরা গান্ধির কৃষকদের জন্য যে আন্দোলন করে গেছেন সেই আন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখতে পারেনি কংগ্রেস। ইন্দিরা গান্ধীর জন্মদিনে তাঁর মূর্তিতে মাল্যদান করে এমনই প্রতিক্রিয়া দিয়েছেন কলকাতা পৌর নিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম। “আমরা কংগ্রেস ছেড়ে তৃণমূলে কংগ্রেসে যোগদান করেছি কিন্তু আজও আমরা ইন্দিরা গান্ধীর ভক্ত আমরা রাজীব গান্ধীর ভক্ত। তারা যদি বেঁচে থাকতেন তাহলে আমাদের হয়তো কোনদিন কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস তৈরি করতে হত না। তার কারণ সিপিএমের কাছে নিজেদের বিক্রি দিয়েছিল যে কংগ্রেস সেই কংগ্রেসের সঙ্গে থাকা যেত না পাই আমরা বেরিয়ে এসেছিল মূল কংগ্রেস গঠন করি।আর আজও সেই কংগ্রেসের লড়াই করা সেই মানসিকতা নেই। কংগ্রেস সম্পূর্ণভাবে নিজেদের আত্মসমর্পণ করে দিয়েছে। কংগ্রেস এখন ড্রইংরুম পলিটিক্স করে। বিজেপি কে হারাতে গেলে এখন সম্পুর্ন ভাবে রাস্তায় নেমে প্রতিবাদ জানাতে হবে। যেটা মমতা ব্যানার্জি করছেন সারা ভারতবর্ষজুড়ে রাস্তায় নেমে প্রতিবাদ করছে। কংগ্রেস বিজেপিকে কখনো ক্ষমতা থেকে সরাতে পারবে না”।
কৃষি বিল প্রত্যাহার নিয়ে প্রতিক্রিয়াতে তিনি জানান, “বিজেপি প্রায় শেষ আগামী দিনে দেখবেন বিজেপি অপ্রাসঙ্গিক হয়ে গেছে সিপিএমের মতো। নির্বাচনের ঠেলায় কৃষি বিরোধী আইন প্রত্যাহার করতে বাধ্য হয়েছে কেন্দ্র সরকার। উত্তর প্রদেশের নির্বাচনের জন্য বাধ্য হল প্রত্যাহার করতে বিজেপি সরকারকে। এটা মোদি সরকারের হার। এতদিন পর্যন্ত ইগো নিয়ে বসে ছিল । যখন মমতা বন্দ্যোপাধ্যায় এর প্রতিবাদ করছে। এটা কৃষক বিরোধী এটা প্রত্যাহার করতে হবে। তখন সব দল মিলে প্রতিবাদ জানিয়েছিল। এখন উত্তরপ্রদেশে নির্বাচন আসছে। তখন বুঝতে পারছে ঠেলাটা কি কৃষকদের তাই আছে করতে বাধ্য হয়েছে”।