Rajib Ghosh– যে দলের মুখের ভাষা এইরকম তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে বাংলার মানুষের সামনে। হাওড়ার জগৎবল্লভপুরে দলের সভায় এই কথা বললেন বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। এদিন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিশ্চিন্দায় প্রচারে গিয়ে স্লোগান দেন। সেখানেই তিনি খেলা হবে বলেন। রাজীব বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেন, ওরে রাজীব খেলবি আয়। খেলা হবে। ডোমজুড়েতে খেলা হবে। এবারের বিধানসভা নির্বাচনের আগেই তৃণমূলের একাধিক নেতা নেত্রীরা খেলা হবে স্লোগান দেওয়া শুরু করেছেন। এর পাল্টা বিজেপির পক্ষ থেকে রাজনীতি খেলার বিষয় নয় বলে প্রতিবাদ জানানো হচ্ছে।এদিন নিশ্চিন্দায় রাস্তায় ঘুরে ঘুরে প্রচার করেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি এই খেলা হবে স্লোগান দেন। এই প্রসঙ্গে বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, মানুষের গণতান্ত্রিক অধিকার তৃণমূলের কাছে খেলা হতে পারে। বিজেপির কাছে নয়। মানুষ জবাব দেবে। দলের সভায় এদিন হাওড়ার জগৎবল্লভপুরে যোগ দেন রাজীব বন্দ্যোপাধ্যায়। এখানে তিনি বলেন, মুখের কি ভাষা দেখেছেন? আজ বলছে ওরে রাজীব খেলবি আয়। বাংলার মানুষের সময় এসেছে এদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়ার। বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই সরগরম হয়ে উঠছে রাজ্য রাজনীতি। তৃণমূল-বিজেপি একে অপরের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ চালাচ্ছে। তৃণমূলের একাধিক নেতা নেত্রীর গলায় শোনা যাচ্ছে খেলা হবে স্লোগান। বিজেপির নেতারা এর প্রতিবাদ করছেন।