Rajib Ghosh– খেলা হবে। ওরা সাড়ে চারটের সময় ভোট ঘোষণা করবে। আমরা সাতটা থেকে খেলতে শুরু করব। খেলা শুরু হয়ে গেছে। রাতে খেলা হয়। দিনেও খেলা হয়। সব ধরনের খেলা হয়। চারজন করে খেলা। ঘরে ঘরে খেলা। বাড়িতে বাড়িতে খেলা। এই ভাবেই হুঙ্কার দিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। এদিন বীরভূমের সিউড়ির বেণীমাধব স্কুলের মাঠে তৃণমূলের মহিলা সংগঠনের সমাবেশ হয়। সেই সমাবেশের প্রধান বক্তা ছিলেন অনুব্রত মণ্ডল। এর আগে বিভিন্ন নির্বাচনের সময় অনুব্রত মণ্ডল কে কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকে গৃহবন্দি করে রাখা হয়েছে। সেই প্রসঙ্গে অনুব্রত বলেন, গৃহবন্দী করুক। যমের দুয়ারে বন্দি করুক। সব জায়গা থেকে উঠে চলে আসব। অনুব্রত মণ্ডল নিজস্ব ভঙ্গিতে প্রত্যেকটি নির্বাচনের আগে নিদান দেন। এবার তিনি বলেছেন, বিজেপিকে ঠেঙিয়ে পগার পার করা হবে। এদিন মুখ্য নির্বাচন কমিশনার সুনিল আরোরা বিকেল সাড়ে চারটের সময় পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করেন। সেখানে বাংলায় 8 দফায় নির্বাচনের দিন ঘোষণা করেন। সেই প্রসঙ্গে অনুব্রত মণ্ডল সাংবাদিকদের বলেন, ওরা সাড়ে চারটের সময় ভোট ঘোষণা করবে। আমরা সাতটা থেকে খেলতে লাগবো। এর আগেও একাধিকবার অনুব্রত মণ্ডলের বিভিন্ন বক্তব্য নিয়ে রাজ্য রাজনীতিতে বিতর্ক হয়। বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকে তাদের রাজনৈতিক কর্মসূচি করতে না দেওয়ার অভিযোগ করা হয়। এবার বিধানসভা নির্বাচনের আগে ভোট ঘোষণা হতেই অনুব্রত মণ্ডলের খেলা হবে শ্লোগান শোনা যায়। এদিনও বীরভূম জেলায় তৃণমূলের কর্মসূচিতে খেলা হবে বলে জানিয়ে দিলেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।