বিজেপির রাজ্য সভাপতি এবং সাংসদ দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে রাজ্যজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। দিলীপ ঘোষ বলেছেন, ব্যান্ডেজ বাঁধা হয়ে গিয়েছে। আর পা তুলে তুলে সবাইকে দেখাচ্ছেন। শাড়ি পরে আছেন। একটা পা খোলা একটা পা ঢাকা। এরকম শাড়ি পরতে কাউকে দেখিনি। যদি পা বার করে রাখবেন তাহলে শাড়ি পরবেন কেন। বারমুডা পরতে পারেন। তাহলে পরিষ্কার দেখা যায়। কত নাটক দেখতে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে আক্রমণ করে দিলীপ ঘোষের এই মন্তব্য বিতর্ক তৈরি করেছে। তৃণমূলের দুইটার হ্যান্ডেল থেকে লেখা হয়েছে এইরকম কুরুচিকর মন্ত্যব্য দিলীপ ঘোষ ছাড়া কারো থেকে প্রত্যাশিত নয়। একজন মহিলা মূখ্যমন্ত্রীর সম্বন্ধে নিন্দনীয় ভাষা প্রয়োগ প্রমাণ করে বাংলার বিজেপি নেতারা মহিলাদের সম্মান করে না। এর আগেও দিলীপ ঘোষ একাধিকবার বিতর্কিত মন্তব্য করেছেন। তৃণমূল বিজেপি সহ সব রাজনৈতিক দলের নেতারাই বিভিন্ন সময়ে এরকম বিতর্কিত মন্তব্য করেছেন। যেটা রাজনৈতিক সংস্কৃতিকে কালিমালিপ্ত করেছে বলে মত অনেকের। মমতা বন্দ্যোপাধ্যায়ের আঘাত নিয়ে রাজনৈতিক তরজা চলছে। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র দিলীপ ঘোষের মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন।