‘‘যদি রাস্তা অবরোধ করে তাহলে বেধড়ক মারবো, কারা মারবে ক্যামেরা থাকলে দেখতে পাবেন, নয়তো পাবেননা’’ বিজেপিকে কার্যত এভাষাতেই আক্রমণ করলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল। এদিন বাহেরি গ্রামে তৃণমূলের একটি জনসভা থেকে বিরোধীদের উদ্দেশ্যে ফের স্ব-মহিমায় ধরা দিলেন তিনি। নাম না করে এদিন বিরোধীদের উদ্দেশ্য তিনি বলেন, ‘‘আর যদি কেউ ভাবে মস্তানি মারবো, যা মন তাই করবো তাহলে ছাগল পেটানো পেটাবো। কেউ গরু পেটানোও পিটিয়ে দেবে। কি হবে তাতে?’’
প্রসঙ্গত উল্লেখ্য, জেলায় জেলায় বিজেপি কর্মীদের ওপর হামলার প্রতিবাদেবীরভূম জেলায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। তার পাল্টা পথ অবরোধ করার হুঁশিয়ারি দেন অনুব্রত মণ্ডলও। এমনকি কেউ পথ আটকালে দেখে নেওয়া হুঁশিয়ারিও দেন তিনি। এদিন এর পরিপ্রেক্ষিতে এমনই বললেন অনুব্রত মণ্ডল।
এনআরসি প্রসঙ্গেও এদিন বিজেপিকে একহাত নিলেন অনুব্রত মণ্ডল। এদিন তিনি বলেন, ‘‘রুখবো, মমতা বন্দ্যোপাধ্যায় এমনই এক ভদ্রমহিলা তিনি আন্দোলন কি করে করতে হয় জানেন। তিনি প্রচন্ড মার খেয়েছেন বামফ্রণ্টের আমলে। কিন্তু আন্দোলন থেকে সরে যায়নি।’’