মমতা দিদি আমাকে সারাক্ষণ গালিগালাজ করে যাচ্ছেন। আমার নাম উনি যতবার নেন ততবার যদি বাংলার নাম নিতেন তাহলে হয়তো এই নির্বাচনে জিতে যেতেন। এই কথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি এদিন কালিম্পংয়ে প্রথমে রোড শো আর পরে ধুপগুড়ির সভা থেকে বক্তব্য রাখেন। সেখানে তিনি বলেন, এনআরসি এখনো আসেনি। এনআরসি এলে একজন গোর্খাকেও পাহাড় থেকে তাড়ানো হবে না। তৃণমূল এখন ভোটের সময় বারবার প্রচার করছে বিজেপি এনআরসি আসবে। কিন্তু এনআরসি এখনো আসেনি। আর আপনাদের বলতে চাইব এনআরসি হলেও গোর্খাদের কোন ক্ষতি হবে না। বিজেপি যতদিন ক্ষমতায় থাকবে নরেন্দ্র মোদী যতদিন প্রধানমন্ত্রী থাকবেন ততদিন গোর্খাদের উপর কোনো আঘাত আসবে না। কিন্তু অনুপ্রবেশকারীদের আমরা ছাড়বো না। এদিনের সভায় থেকে তৃণমূলের সন্ত্রাস কে নিশানা করার পাশাপাশি উত্তরবঙ্গে এইমস চা বাগানের শ্রমিকদের উন্নয়নের পক্ষে বক্তব্য রেখেছেন অমিত শাহ। সেখানে তৃণমূল আর বিমল গুরুংয়ের জোটকেও আক্রমণ করেন তিনি। লোকসভা নির্বাচনে বিজেপি উত্তরবঙ্গের সাফল্য পেয়েছে। রাজ্যে নির্বাচন ঘোষণার অনেক আগে থেকেই অমিত শাহ দাবি করেন বাংলায় দু’শোর বেশি আসন পাবে বিজেপি। এবার চার দফার ভোট হয়ে যাওয়ার পরে সেই দাবি আরো সোচ্চারে বলছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।