দিদিকে দীর্ঘদিন ধরে চিনি। বামপন্থী শাসনের বিরুদ্ধে যিনি লড়াই করেছিলেন এখন পাল্টে গিয়েছেন। উনি এখন এমন কথা বলছেন যা বাংলা বিরোধী। এই কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন ব্রিগেডের সমাবেশে বক্তব্যে নরেন্দ্র মোদী রাজ্যের তৃণমূল সরকার কে আক্রমণ করে বক্তব্য রাখেন। সেখানে তিনি বলেন, এত রাগ কেন দিদি? কথায় কথায় গাল দেওয়া। আমায় রাবণ দানব গুন্ডা বলা হয়। এবার বলছে খেলা হবে। সত্যিই এরা বড় খেলোয়াড়। সব খেলা খেলেছেন। সব জায়গায় দুর্নীতি করেছেন। এত দুর্নীতি করেছেন যে দুর্নীতির অলিম্পিক হয়ে যাবে। একটাই আওয়াজ উঠছে তৃণমূল কংগ্রেসের খেলা শেষ বিকাশ শুরু। এদিনের সভায় বাংলায় ক্ষমতা দখলের লক্ষ্যে তিনি বললেন, চা বাগানের জন্য বন্ধুদের সঙ্গে বিশেষ যোগ আছে।তাদের জন্য বাজেটে চা বাগানের জন্য বিশেষ বরাদ্দ করা হয়েছে। আমি গরিবদের অনুভব করতে পারি। তারাই আমার বন্ধু। বাংলার বন্ধুদের জন্য কাজ করছি। বাংলায় আজ মা মাটি মানুষের কি অবস্থা হয়েছে। 80 বছরের মায়ের উপর কিভাবে বাড়িতে হামলা চালানো হয়েছে সেটা সবাই দেখেছে। গত 10 বছরে সারা বাংলার কোনো মা-মেয়েকে সম্ভবত একবারও না কেদে থাকেন নি। এর পরেই ব্রিগেডের সমাবেশ থেকে মোদী বলেন, সবকা সাথ সবকা বিকাশ এর উপরে জোর দেওয়া হবে। বাংলার হাত থেকে যা ছিনিয়ে নেওয়া হয়েছে ফিরিয়ে দেওয়া হবে। এবার বাংলার সরকার তৈরীর জন্য ভোট দেবেন না। বাংলার উন্নতি বাংলাকে উচ্চতায় পৌঁছানোর জন্য ভোট দেবেন। এই জনসমুদ্র দেখে কেউ কেউ ভাবছেন 2 মে এসে গিয়েছে। এখানকার বিজেপি সরকার মানুষের উন্নতির চেষ্টা করবে। আপনাদের জন্য পরিশ্রম করব।