রাজ্যে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার নিচ্ছে। এদিন বালুরঘাটের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এটা ম্যান মেড নয় মোদি মেড ডিজাস্টার। এদিন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 15 মিনিট সভা করেছেন। নির্বাচনী সভা কাটছাঁট করেছেন তিনি। কারণ সেই করোনা। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, করোনা পরিস্থিতি বাড়িয়ে দিয়ে উনি এখন জনগণের উপরে ছেড়ে দিচ্ছেন। এটা হতে পারে না। এটা ম্যান মেড ডিজাস্টার নয় এটা মোদি মেড ডিজাস্টার। ডবল ইঞ্জিন নয় বেঙ্গল ইঞ্জিন সব করেছে। আগের মত এইবারও তৃণমূল কংগ্রেসের সরকার কঠোর হাতে পরিস্থিতির মোকাবিলা করবে। মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। সেখানে তিনি বলেন তুফানের মত করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। যারা কাছের মানুষকে হারিয়েছেন তাদের প্রতি আমার সমবেদনা রইলো। কিন্তু আমাদের সবাইকে মিলেই বিপদের মোকাবিলা করতে হবে। সেই বিষয়টি নিয়েই মোদির উদ্দেশ্যে এই কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।