এরা রাজনীতি করতে নয় বিজনেস করতে এসেছে। রাজনীতি বিজনেস নয় রাজনীতি হলো সেবা। এই কথা বললেন মিঠুন চক্রবর্তী। এদিন পূর্ব বর্ধমানের রায়নায় বিজেপির সভা থেকে বক্তব্য রাখেন তিনি। মিঠুন আরও বলেন, 6 কোটি লোককে রেশন গেলে 6 কোটি লোকের প্রয়োজন। সেই লোক কোথায়। যতদিন আপনার বাড়িতে রেশন পৌঁছাবে না ততদিন উনুন জ্বলবে না। এটা আরেকটা বিজনেস প্ল্যান। এরা রাজনীতি করতে আসেনি বিজনেস করতে এসেছে। মাসে এক কোটি টাকা কামাই হবে তাই এটা চালু করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় এলে দুয়ারে রেশন পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এই প্রসঙ্গেই মিঠুন চক্রবর্তী এই কথা বলেন। তিনি আরো বলেন, নিজে দাঁড়িয়ে থেকে রেশন তুলবেন। 1 গ্রাম যদি কম হয় এই নম্বরে ফোন করবো আর এম এল এ ফাটাকেষ্টো এখানে হাজির হবে। এটাতো আমি দেখাবো। সবকটার পাখনা কাটবো। সব ভালো বিজনেস জুড়ে বসেছো না। এদিনের সভায় তৃণমূল কে আক্রমণ করে এই কথা বলেন মিঠুন চক্রবর্তী।