Rajib Ghosh– রাজ্যে বাম, কংগ্রেসের অস্তিত্ব সংকটে। সেই সময়ে দুই দল যৌথ সভা করে বিধানসভা নির্বাচনের আগে প্রচারে নামতে চলেছে। 28 ফেব্রুয়ারি ব্রিগেডে CPIM এবং Congress-এর পক্ষ থেকে সমাবেশের ডাক দেওয়া হয়েছে। বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু এবং প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী জানান, ওই সমাবেশে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী বঢ়ড়াকে আমন্ত্রণ করা হতে পারে। এর আগের বিধানসভা নির্বাচনে Cong চেয়েছিল যৌথভাবে রাজনৈতিক লড়াই করতে। কিন্তু দুই দলের পক্ষ থেকেই সেই সময় শক্তিশালী জোট তৈরি করতে দেখা যায়নি। ফলে সেই ভুল যাতে আর না হয় সেই কারণে এবার নির্বাচনের আগে বাম এবং কংগ্রেস যৌথভাবে ময়দানে নামতে চলেছে। দুই দলের আসন বন্টন এর প্রথম ধাপে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগের নির্বাচনে যে দল যেখানে জয়ী হয়েছিল সেই কেন্দ্রে এবার তাদের প্রার্থী থাকবে। প্রদেশ কংগ্রেস সভাপতি Adhir Chowdhury জানান, 193 টি আসনের প্রার্থী চূড়ান্ত হয়েছে। বাকি 101 টি আসন রয়েছে। CPIM-এর পক্ষ থেকে জানানো হয়, ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে আসন বণ্টনের ব্যাপারে সিদ্ধান্ত হয়ে যাবে। এখন দেখার বিষয়, বিধানসভা নির্বাচনে বাম-কংগ্রেস যৌথভাবে লড়াই করার ফলে কি ফলাফল হয়।