যারা গুলিচালনার পক্ষে সওয়াল করেছে তাদের ব্যান করা উচিত। রাজনীতিতে এদের স্থান নেই। এই কথা বললেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শীতলকুচির ঘটনা নিয়ে দিলীপ ঘোষ বলেছিলেন দুষ্টুমি করলে শাস্তি পেতে হবে। মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিতে চাইছে। সেখানে দুষ্টুমি করতে চাইলে আরো শীতলকুচি হবে। দিলীপ ঘোষকে ভোট প্রচারে নিষিদ্ধ করার দাবি নিয়ে তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছে। এদিন রানাঘাটে সভায় বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেন, রাজনীতি করতে গেলে কথাবার্তা শেখা দরকার। বুঝে বলা দরকার। সমাজের সেবা করা দরকার। রাজনীতি করা মানে করে খাওয়া নয়। রাজনীতি করার মানে গুলি করার অধিকার নয়। এটা রাজনীতি নয়। চারটে লোককে পুলিশের গুলিতে মেরে দিল। তারপর বলছে চারজনের জায়গায় 8 জনকে গুলি করার দরকার ছিল। এদের কি বলবেন। এদের মাথায় কিছু আছে। কিম্ভূতকিমাকার। একহাতের বিজেপির ঝান্ডা। অন্য হাতে বড় বড় ডান্ডা। সঙ্গে বিজেপির গুন্ডা রয়েছে। বহিরাগত কিছু পান্ডা। এই নিয়ে ওরা বাংলাকে মেরে করবে ঠান্ডা। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এদিনের সভায় থেকে দিলীপ ঘোষের মন্তব্যের তীব্র নিন্দা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।