আজকের এই পূণ্য দিন। হরে কৃষ্ণ মন্ত্র যিনি গোটা পৃথিবীতে প্রবর্তন করেছিলেন যিনি সনাতন হিন্দু ধর্মের প্রেম প্রীতি ভালোবাসা গোটা আসমুদ্রহিমাচলে তার আবহাওয়া তৈরি করেছিলেন প্রভু শ্রী চৈতন্যদেবের আজকে জন্মতিথি তথা আজকে দোল পূর্ণিমা। মাননীয়া বেগমের মতো দোল মোবারক দেব না। আমি দোলের অভিনন্দন জানাবো এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করব যাতে এই রঙিন উৎসব আমাদের সকলের মধ্যে একটা সম্প্রীতি শান্তি বয়ে আনে। এই কথা বললেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি এদিন সাগর বিধানসভা কেন্দ্রে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন। এরপরে তিনি রাজ্যের মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে বিজেপিতে যোগদানের কথা জানান। শুভেন্দু বলেন, 370 ধারা বাতিল করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি কখনো সম্প্রদায় ধর্মের বিভেদ করেননি। বাম আমলে 34 বছর এবং তৃণমূলের 10 বছর শুধু কেন্দ্রীয় সরকারের জবাব চাই বলে মিছিল করলাম। 44 বছর পরে একটা সুযোগ এসেছে কলকাতা ও দিল্লিতে একই দলের সরকার হবে। দুই হাতে দুটো লাড্ডু। একটা দিল্লিতে লাড্ডু বিজেপি সরকার আর রাজ্যে হবে সোনার বাংলা তৈরি করার জন্য বিজেপির সরকার সেই লাড্ডু। জনগণের জন্য উন্নয়ন করা হবে। এর পরেই তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে আক্রমণ করেন। তিনি বলেন, মাননীয়া আমাদের কি কি দিলেন? দু’কোটি বেকার তৈরি করলেন। প্রায় 5 লক্ষ স্থায়ী পদ বাতিল করলেন। 7 বছর এসএসসি পরীক্ষা করেননি। সাড়ে 8 লক্ষ বিএড পাস করা ছেলে মেয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে। কি চাকরি দিয়েছেন। প্রানীমিত্র দেড় হাজার আর সিভিক ভলেন্টিয়ার 7000 এই চাকরিতে সংসার চলে না। এর আগেও একাধিক জনসভা থেকে তিনি তৃণমূল সরকারের বিরুদ্ধে আক্রমণ করেন। এর পরে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের নাম বদল করে রাজ্য সরকার কাজ করেছে বলে জানান শুভেন্দু। এদিনের জনসভায় বিজেপির ইশতেহার বিস্তারিত উল্লেখ করেন তিনি। সেখানে রাজ্যবাসীর জন্য উন্নয়ন করা হবে বলে জানান শুভেন্দু।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.