নিজস্ব সংবাদদাতা: উপ নির্বাচনের দাবি নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের দফতরে এসেছিলেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। এই দলে ছিলেন তৃণমূলের মহাসচিব তথা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, শশী পাঁজা সহ চন্দ্রিমা ভট্টাচার্য।
এদিন পার্থ চট্টোপাধ্যায় বলেন, “ভোটের দাবি নিয়ে মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাবকে ডেপুটেশন দিয়েছেন। অবিলম্বে রাজ্যে সাতটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন করাতে হবে। দুটো বিধানসভা নির্বাচন আর পাঁচটিতে উপনির্বাচন। নির্বাচনের দিল্লি নির্বাচন কমিশনকে তৃণমূলের সাংসদরা ডেপুটেশন দিয়েছিলেন। প্রায় তিন মাস অতিক্রান্ত হয়ে গিয়েছে এখনো পর্যন্ত নির্বাচন করা হয়নি”।
তিনি আরও বলেন, “নির্বাচন কমিশন নির্বাচন করা তে কতটা প্রস্তুত হয়েছে, সংবিধান নিয়ম মেনে সুষ্ঠু নির্বাচন কমিশন কতটা ভূমিকা পালন করেছে। আমরা জানতে চাই। এপ্রিল মাসে যখন করোনা পরিস্থিতি ভয়াবহ রুপ নিয়েছিল। নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করেছিলাম ভোটের দফা কমিয়ে সুষ্ঠু নির্বাচন করাতে। তখন নির্বাচন কমিশন আমাদের দাবি মানেন নি”।
একই সঙ্গে তিনি বলেন, “রাজ্যে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। রাজ্যে তাই অবিলম্বে নির্বাচন করা উচিত। রাজ্য নির্বাচন কমিশন নির্বাচন করাতে এগিয়ে থাকলেও দিল্লি নির্বাচন কমিশন সে ব্যাপারে এখনও কিছু বলছেন না। যারা গণতন্ত্রের কথা বলে আজ তারাই নির্বাচন করাতে দেরি করছে। আমরা চাই খুব তাড়াতাড়ি নির্বাচনের দিন ঘোষণা করুন কমিশন”।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.