নিজস্ব সংবাদদাতা: ‘দেশের ফেডারাল স্ট্রাকচারে চ্যালেঞ্জ করা হচ্ছে। সংবিধানকে চ্যালেঞ্জ করা হচ্ছে। বিধানসভা ভোটের পর এই প্রবণতা দেখা যাচ্ছে’। এই ভাবেই রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
তার কথায়, “কেন্দ্র ও রাজ্য সরকারের বিষয়ে আমরা শুধু মতপ্রকাশ করতে পারি। এছাড়া আর কিছু করার আমাদের এক্তিয়ার নেই”।
গোয়া এবং অসম প্রসঙ্গে এদিন সুকান্ত বাবু বলেন, “গোয়ায় তৃণমূল অনেক ভাওতাবাজি করছে৷ আসতে আসতে সবাই সব ধরে ফেলছে। দেখুন কী হয়!”
এদিনই তৃণমূলে যোগ দিয়েছেন বিনয় তামাং। সেই প্রসঙ্গে সুকান্ত বাবুর বক্তব্য, “একই মহিলার একই স্বামীর সঙ্গে দ্বিতীয় বিবাহ। উনি তো তৃণমূলের লোক। পাহাড়ে গোর্খাল্যান্ড আন্দোলনের পর বিমল গুরুংকে ছুরি মেরে জিটিএ চেয়ারম্যান হলেন। বিধানসভায় তৃণমূলের হয়ে লড়লেন। এখন আবার তৃণমূল যোগ!”
দেউচা পাচামি প্রসঙ্গে বলেন, “আমরা সব নজর রাখছি। আদিবাসী ভাইবোনদের সঙ্গে কথা চলছে৷ আমরা দেউচা পাচামি যাব। প্রতিনিধি দল গেছিল আগেও”।
অবশ্য এদিনও বিজেপির রাজ্য কমিটির বৈঠক নিয়ে ধোঁয়াশায় বজায় রাখেন রাজ্য সভাপতি।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.