1 তারিখে বিধানসভা নির্বাচন। এই নির্বাচনে বিজেপি আমাকে প্রার্থী করেছে। গত 10 বছরে বাংলাটাকে রসাতলে পাঠিয়ে দেওয়া তোষণের রাজনীতি চালু করা সর্বোচ্চ বেকার সৃষ্টি করা শিল্পায়নের দরজা বন্ধ করা নারীশিক্ষা তুলে দেওয়া বাংলায় পাড়ায় পাড়ায় চায়ের দোকানে পানের দোকানে দেশি মদের পাউচ বিক্রি করা সেই মমতা ব্যানার্জি এখানে প্রার্থী হয়েছেন। তিনি এখন বড় হিন্দু সাজতে চাইছেন। তার সভায় 1200 লোকের মধ্যে 600 বহিরাগত। এই কথা বললেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে বিধানসভা নির্বাচনের শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারে দলীয় জনসভায় বক্তব্য রাখেন শুভেন্দু। সেই সভা থেকে নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় কে নিশানা করেন তিনি। রাজ্য সরকারের ব্যর্থতার দিকটি তুলে ধরেন। তিনি আরো বলেন, সভার ব্যবস্থাপনায় ব্যস্ত আব্দুস সামাদ রুকনুদ্দিন রা। আসছেন বেগম। সঙ্গে শেখ সুফিয়ান। এর আগেও প্রতিটি জনসভায় শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে একই কথা বলেছেন। সভায় উপস্থিত মানুষদের তিনি বলেন, এবারের নির্বাচন দেশপ্রেমের নির্বাচন জাতীয়তাবোধের নির্বাচন। রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুন্নয়নের এর বিরুদ্ধে বলেন তিনি। এদিনের সভায় থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কে আক্রমণ করেন শুভেন্দু অধিকারী।