বিজেপিতে যোগ দিয়েই হুঙ্কার দিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্রিগেডের মঞ্চে পৌঁছানোর কিছুক্ষণ আগেই আনুষ্ঠানিকভাবে দলীয় পতাকা হাতে নিয়ে বিজেপিতে যোগদান করেন মিঠুন চক্রবর্তী। তিনি এদিন ধুতি-পাঞ্জাবি পরে মঞ্চে পৌঁছান। বাঙালির মহাগুরু একদম বাঙালি সাজে ব্রিগেড ময়দানের মঞ্চে পৌঁছান। গেরুয়া শিবিরে মিঠুনের যোগদান বিজেপির পাল্লা কিছুটা ভারী করে দিল। বেশ কিছুদিন ধরেই বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল এবং বিজেপির মধ্যে তারকাদের উপস্থিতি নিয়ে প্রতিযোগিতা শুরু হয়েছে। এর মধ্যেই তৃণমূলের প্রার্থী তালিকায় এক ঝাঁক তারকাকে দেখা গিয়েছে। এবার ব্রিগেডের উপস্থিত মানুষদের উদ্দেশ্যে মিঠুনের বার্তা, আমার নাম মিঠুন চক্রবর্তী। আমি যা বলি তা করে দেখাই। তিনি মঞ্চ থেকে আরও বলেন, বাংলায় থাকা সব মানুষ বাঙালি। এখানে যারা বড় হয়েছে তাদের সব জিনিসে অধিকার আছে। সেই অধিকার কেউ ছিনিয়ে নিতে চাইলে আমাদের মত মানুষ রুখে দাঁড়াবে। বিজেপির সমর্থকদের উদ্দেশ্যে তার একটি সংলাপ উচ্চারণ করে বলেন, মারবো এখানে লাশ পড়বে শ্মশানে। তবে এরপর মিঠুন চক্রবর্তী বলেন, আমার ক্যাম্পেইন শুরু করার আগে আপনাদের বলতে চাই, আমি জলঢোঁড়াও নই বেলে বোরাও নই। আমি একটা কোবরা। আমি জাত গোখরো এক ছোবলে ছবি। এবার এটাই হবে। দাদার প্রতি ভরসা রাখবেন। দাদা কোনদিন মুখ ফিরিয়ে পালিয়ে যায় নি। আমি সবসময় পাশে থাকব। এদিন ব্রিগেডের মঞ্চে অভিনেতা মিঠুন চক্রবর্তীর বিজেপিতে যোগদান যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।