নিজস্ব সংবাদদাতা: মুখ্যমন্ত্রীকে ফের একবার ‘অ্যাম্বিসিয়াস’ বলে কটাক্ষ করলেন বিশিষ্ট আইনজীবী অরুণাভ ঘোষ। রবিবার ফের একবার আমাদের মুখোমুখি হন অরুণাভ বাবু। আমাদের সাংবাদিকের প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি মুখ্যমন্ত্রীকে ‘অতিরিক্ত অ্যাম্বিসিয়াস’ বলে কটাক্ষ করেন।
রাজ্যের মন্ত্রী-সাংসদদের অনেকেরই দাবি ত্রিপুরায় এবার দেখা যাবে ঘাস-ফুল সরকার। এদিন সেই প্রসঙ্গেই বিশিষ্ট আইনজীবী বলেন, “ইচ্ছা রাখতে কোনও বাধা নেই। আমারও ইচ্ছা আচ্ছে ১০০ মিটার দৌড়ানোর। কিন্তু আমি কি এখন তা পারব? মুখ্যমন্ত্রীও স্বপ্ন দেখছেন প্রশান্ত কিশোরের গণনার ওপর ভরসা করে৷ কিন্তু ইচ্ছে রাখলেই যে তা পূরণ হবে এমন কোনও কথা নেই। উনি ২৮ থেকে ৩০ টা আসনও পাবেন কিনা, সন্দেহ আছে”।
রাজ্যের উপনির্বাচন পরিস্থিতি নিয়ে এদিন অরুণাভ ঘোষ খানিকটা ব্যঙ্গের সুরেই বলেন, “কি হয়েছে, উলুখাগড়ার প্রাণ গেলে যাবে, মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রী হওয়া তো হয়ে যাবে”।
অন্যদিকে, মুকুল রায়ের বিভ্রাটজনক মন্তব্য ঘিরে তৈরি হওয়া বিতর্ক নিয়ে এদিন অরুণাভ বাবু বলেন, “তার স্ত্রী মারা যাওয়ার পর থেকেই তার মস্তিষ্ক বিভ্রাট হয়ে গেছে। তাই এই ধরনের মন্তব্য করেছেন”।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.