আনিস কান্ডে সিবিআইকেই গুরুত্ব দিচ্ছেন শুভেন্দু
নিজস্ব সংবাদদাতা: বুধবারই আনিস-হত্যায় জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে হোমগার্ড কাশীনাথ বেরা এবং সিভিক ভলান্টিয়ার প্রীতম ভট্টাচার্যকে। বৃহস্পতিবার তাদেরকে আদালতে তোলা হয়। আদালতে নিয়ে যাওয়ার সময়ই দুই অভিযুক্ত পুলিশ করে বসে বিস্ফোরক মন্তব্য। তাদের দাবি, গোটা ঘটনাটিতে তাদেরকে ‘বলির পাঁঠা’ করা হচ্ছে। আসলে আনিস-হত্যার আগুনে জল ঢালা হচ্ছে এই ভাবে।
তাদের এই মন্তব্যের পরই ফের একবার সরব রাজ্য রাজনীতি। কাঁথিতে ভোট প্রচারে গিয়ে রাজ্য সরকারকে এই প্রসঙ্গেই একহাত নিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
কাঁথি তিন নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী কাকলি মাইতির সমর্থনে তিন নম্বর ওয়ার্ডের পাড়ায় বসে চা পান করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারপরেই ওয়ার্ডের দুটি মন্দিরে পুজো দিয়ে এলাকায় এলাকায় সাধারণ মানুষের সাথে সৌজন্য বিনিময় এর মাধ্যমে প্রচার পর্ব সারেন তিনি। সেখান থেকেই তিনি ঐ দুই অভিযুক্তকে সত্যিই ‘বলির পাঁঠা’ করা হয়েছে বলে মন্তব্য করেন। তাঁর মতে, ‘সবার মাথার ওপরে কে সেটা খুঁজে বের করতে হবে। আর সেটা সিবিআইয়ের মারফতেই সম্ভব’।
তিনি ঠিক কি বলেছেন, শুনে নিন।